Supreme Court: ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ খুনে সুপ্রিম কোর্টে ভৎর্সনার মুখে CBI, কলকাতা হাইকোর্টে আবেদনের নির্দেশ

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Feb 18, 2025 | 2:30 PM

Supreme Court: এই যাবতীয় অভিযোগ কেন কলকাতা হাইকোর্টে উল্লেখ করা হয়নি সেই প্রসঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। সূত্রের খবর, প্রশ্নের মুখে শুনানি পর্বে কোনও জবাব দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী।

Supreme Court: ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ খুনে সুপ্রিম কোর্টে ভৎর্সনার মুখে CBI, কলকাতা হাইকোর্টে আবেদনের নির্দেশ
সুপ্রিম কোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার শীর্ষ আদালতে ভৎর্সনার মুখে সিবিআই। অভিযুক্তদের জামিন খারিজের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করার নির্দেশ শীর্ষ আদালতের। তা নিয়েই এখন বঙ্গ রাজনীতির আঙিনায় শুরু হয়েছে চাপা গুঞ্জন। একইসঙ্গে খুনের ঘটনায়  তদন্ত এবং ধৃতদের জামিন পেয়ে যাওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী। 

নিহত অভিজিৎ সরকারের পরিবারের তরফে আইনজীবী দেশের শীর্ষ আদালতে একগুচ্ছ অভিযোগও করেন। তাঁর দাবি, অভিজিতের পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের প্রভাবিত করার চেষ্টা চলছে। এমনকী খুনের চেষ্টাও করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন মূলত বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং প্রসন্ন বি ভার্ডে বেঞ্চে চলে শুনানি।

এই যাবতীয় অভিযোগ কেন কলকাতা হাইকোর্টে উল্লেখ করা হয়নি সেই প্রসঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। সূত্রের খবর, প্রশ্নের মুখে শুনানি পর্বে কোনও জবাব দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী। এ ধরনের নৃশংস খুনের ঘটনায় নিহতের পরিবারের বক্তব্য না শুনেই যে কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের জামিন দিয়েছে তাও পর্যবেক্ষণে জানান বিচারপতি ত্রিবেদী। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে অভিজিতের পরিবারের উপর একাধিকবার হামলার অভিযোগ উঠেছে। প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন দাদা বিশ্বজিৎ সরকার। রাজ্যের পুলিশি নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টেরও।