তোলাবাজি কাণ্ডে তদন্ত করতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 24, 2021 | 3:36 PM

পুলিশ কমিশনার পদ থেকে অপসারণের পরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন আইপিএস অফিসার পরমবীর সিং। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

তোলাবাজি কাণ্ডে তদন্ত করতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের
ফাইল চিত্র।

Follow Us

মুম্বই: প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার পরই অনিল দেশমুখের বাড়িতে হানা দিল সিবিআই অধিকর্তারা। শনিবার সকালে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের মুম্বই ও নাগপুরের দুটি বাড়ি সহ মোট চার জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ীরি মাসে। শিল্পপতি মুকেশ অম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের পরই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মুম্বইয়ের পুলিশ কমিশনার পদ থেকে পরমবীর সিংকে সরিয়ে দেওয়া হয়। এরপরই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে ছয় পাতার একটি বিস্ফোরক চিঠি পাঠান পরমবীর সিং। চিঠিতে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তোলাবাজি চালাতেন। অম্বানী কাণ্ডে ধৃত পুলিশ অফিসার সচিন ভাজেকে তিনি মাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিয়েছিলেন।

এরপরই দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়। বিষয়টি আদালত অবধি গড়ায়। সিবিআই তদন্ত চেয়ে প্রথমে সুপ্রিম কোর্টে আবেদন জানালেও প্রাক্তন পুলিশকর্তা পরমবীর সিংকে প্রথমে হাইকোর্টে আবেদনের নির্দেশ দেওয়া হয়। সেই কথা মতোই তিনি বম্বে হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানান। আদালতের তরফে সিবিআইকে ১৫ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত সেরে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ দিকে, সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার পরই চলতি মাসের শুরুতে নৈতিকতার খাতিরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অনিল দেশমুখ। সিবিআই তদন্ত খারিজের জন্য সুপ্রিম কোর্টেও আবেদন জানান তিনি। কিন্তু সেই আবেদন বাতিল করে দেওয়া হয়।

গত সপ্তাহের শুক্রবারই সিবিআইয়ের প্রাথমিক তদন্ত শেষ হয়। এরপরই তদন্তকারী সংস্থা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতেই এ দিন সিবিআই মুম্বই, নাগপুর সহ মোট চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায়।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News Live: ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত্যু ২৬২৪ জনের

Next Article