AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Open Book Exam: পরীক্ষার নিয়মে বড় বদল! আর মুখস্থ করতে হবে না পাতার পর পাতা নোটস

CBSE Open Book Exam: বেশ কিছু সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে, এই প্রস্তাবে জুলাই মাসেই অনুমোদন দিয়েছিল সিবিএসই বোর্ড। তবে তা চূড়ান্ত হল রবিবার। যা কোথাও গিয়ে নতুন শিক্ষানীতিতে উল্লেখ করা পড়াশোনা নতুন ধরনের সঙ্গে পা মিলিয়ে চলছে বলে মত একাংশের।

Open Book Exam: পরীক্ষার নিয়মে বড় বদল! আর মুখস্থ করতে হবে না পাতার পর পাতা নোটস
Image Credit: Getty Image
| Updated on: Aug 10, 2025 | 5:41 PM
Share

নয়াদিল্লি: পাতার পর পাতা মুখস্থের দিন শেষ। পরের শিক্ষাবর্ষ থেকে ‘ওপেন বুক অ্যাসেসমেন্ট’ বা বই খুলে পরীক্ষার প্রক্রিয়াতেই অনুমোদন দিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। তারা জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিশেষ মূল্যায়ন শুরু করা হবে।

বেশ কিছু সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে, এই প্রস্তাব জুলাই মাসেই অনুমোদন করে দিয়েছিল সিবিএসই বোর্ড। তবে তা চূড়ান্ত হল রবিবার। যা কোথাও গিয়ে নতুন শিক্ষানীতিতে উল্লেখ করা পড়াশোনা নতুন ধরনের সঙ্গে পা মিলিয়ে চলছে বলে মত একাংশের।

তবে এই ওপেন বুক অ্যাসেসমেন্ট বার্ষিকী পরীক্ষার নয় বরং সারাবছর ধরে চলা অন্তর্বর্তী পরীক্ষা বা ইন্টারনালের জন্য নির্বাচিত করা হয়েছে বলে খবর সিবিএসই বোর্ড তরফে। তবে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বই খুলে পরীক্ষার কথা ভাবছে সিবিএসই। জানা গিয়েছে, ভাষা, অঙ্ক, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্ষেত্রে এই প্রক্রিয়াতেই পরীক্ষা চলবে। তবে সিবিএসই বোর্ডের আওতাভুক্ত সমস্ত স্কুলকেই যে পরীক্ষা পদ্ধতি গ্রহণ করতে হবে, এরকম কোনও বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছে বোর্ড কমিটি।

এই ওপেন বুক অ্যাসেসমেন্টকে একটি নির্দেশিকার পরিবর্তে স্কুলগুলির কাছে মডেল হিসাবে তুলে ধরতে উদ্যোগী সিবিএসই। কিন্তু হঠাৎ করেই বই খুলে পরীক্ষায় জোর কেন? ওয়াকিবহাল মহল বলছে, দেশের নতুন শিক্ষানীতিতেও এই মডেলকে জোর দেওয়া হয়েছে। মূলত, ওই পুরনো মুখস্থ পদ্ধতিকে ভুলিয়ে সিলেবাস বা পাঠক্রমের সঙ্গে পড়ুয়ার পরিচিতি বৃদ্ধি করার লক্ষ্যেই এই মডেলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে শিক্ষামহল।