Justice Transfer: একাধিক হাইকোর্টের ১৬ বিচারপতির বদলিতে সায় দিল কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 18, 2023 | 9:46 PM

কলেজিয়ামের প্রস্তাবে কেন্দ্রীয় আইন মন্ত্রক সবুজ সঙ্কেত দিলে তার পর সেই প্রক্রিয়া শুরু হয়। হাইকোর্টের ১৬ জন বিচারপতির বদলির প্রস্তাব করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নিজের এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন।

Justice Transfer: একাধিক হাইকোর্টের ১৬ বিচারপতির বদলিতে সায় দিল কেন্দ্র
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে হাইকোর্ট। এই হাইকোর্টের বিচারপতি নিয়োগ, বিচারপতিদের বদলির বিষয়টি প্রস্তাব করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলেজিয়ামের সেই প্রস্তাবে কেন্দ্রীয় আইন মন্ত্রক সবুজ সঙ্কেত দিলে তার পর সেই প্রক্রিয়া শুরু হয়। হাইকোর্টের ১৬ জন বিচারপতির বদলির প্রস্তাব করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নিজের এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন।

কোন কোন বিচারপতিকে কোন হাইকোর্ট থেকে কোন হাইকোর্টে বদলি করা হয়েছে রইল সেই তালিকা-

  • বিচারপতি এসপি কেশ্বরনিকে এলাহাবাদ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি রাজ মোহন সিংকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে মধ্য প্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি নরেন্দর জি-কে কর্নাটক হাইকোর্ট থেকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি সুধীর সিংকে পটনা হাইকোর্ট থেকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি এমভি মুরলীধরণকে মণিপুর হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি মধুরেশ প্রসাদকে পটনা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি অরবিন্দ সিং সাঙ্গোয়ানকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি অবনীশ ঝিঙ্গানকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে রাজস্থান হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি অরুণ মোঙ্গাকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে রাজস্থান হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি রাজেন্দ্র কুমার-চতুর্থকে এলাহাবাদ হাইকোর্ট থেকে মধ্য প্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি নানি তাগিয়াকে গুয়াহাটি হাইকোর্ট থেকে পটনা হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি সি মানবেন্দ্রনাথ রায়কে অন্ধ্র প্রদেশ হাইকোর্ট থেকে গুজরাট হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি মুন্নুরি লক্ষ্মণকে তেলঙ্গানা হাইকোর্ট থেকে রাজস্থান হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • বিচারপতি জি অন্নপূর্ণা চক্রবর্তীকে তেলঙ্গানা হাইকোর্ট থেকে পটনা হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • অতিরিক্ত বিচারক লাপিতা ব্যানার্জিকে কলকাতা হাইকোর্ট থেকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে।
  • অতিরিক্ত বিচারক দুপ্পালা ভেঙ্কট রমণকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট থেকে মধ্য প্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছে।
Next Article