মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রতিরক্ষামন্ত্রকে আনুষ্ঠানিকভাবে সচিব পদ পাবেন সামরিক কর্তারা
এর আগেই চিফ অব ডিফেন্স স্টাফ পদটি তৈরি করা হয়, যার দায়িত্ব সামলাচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত। তিনিই প্রথম সচিবের মর্যাদাপ্রাপ্ত অফিসার।
নয়া দিল্লি: সেনাবাহিনীতে তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। ভারতীয় সেনাবাহিনী, বায়ু ও নৌসেনার শীর্ষকর্তারা দেশের বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলালেও আনুষ্ঠানিকভাবে নিয়োগ এর আগে কখনও হয়নি। এ বার আনুষ্ঠানিকভাবেই তাঁদের প্রতিরক্ষামন্ত্রকে যুগ্ম ও অতিরিক্ত সচিব হিসাবে নিয়োগ করা হবে।
সোমবার বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রীসভার নিয়োগ কমিটির বৈঠক বসে। তিন বাহিনীর শীর্ষ কর্তা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সেনাবাহিনীর লেফটেনান্ট জেনারেল অনিল পুরীকে মিলিটারি বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও মেজর জেনারেল কে নারায়ণন, রেয়ার অ্যাডমিরাল কপিল মোহন ধীর, এয়ার ভাইস মার্শাল হরদীপ বৈন্সকে মিলিটারি বিষয়ক দফতরের যুগ্ম-সচিব হিসেবে নিয়োগ করা হচ্ছে। ২০২০ সাল থেকে তাঁরা এই পদগুলির দায়িত্ব সামলালেও আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হয়নি।
এর আগেই চিফ অব ডিফেন্স স্টাফ পদটি তৈরি করা হয়, যার দায়িত্ব সামলাচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত। তিনিই প্রথম সচিবের মর্যাদাপ্রাপ্ত অফিসার।
সামরিক কর্তাদের পদের আনুষ্ঠানিক স্বীকৃতিকে অনেকেই ঐতিহাসিক বলে অ্যাখ্যা দিয়েছেন। এর কারণ হিসাবে বলা হয়, “এতদিন অবধি কোনও সিদ্ধান্ত নিতে গেলে অফিসিয়াল নোটিস ছাড়া সমস্ত ফাইল নানা হাত ঘুরে তারপর সিদ্ধান্তের পর্যায়ে পৌছত। সেনাবিহিনীর নিজস্ব আধিকারিকই নিয়োগ হওয়ায় বিষয়ের গুরুত্ব বুঝে ও দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য হবে।”
আরও পড়ুন: ‘বিশ্বাসঘাতক’, নির্বাচনী ফলের পরই উপ-সভাপতি মহেন্দ্রনের পদত্যাগে ক্ষুব্ধ কমল হাসান