নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য সুখবর। এবার কেন্দ্রীয় সরকারের কর্মীরা (Central Government Employees) নির্দিষ্ট সময়ের আগেই পেনশন ও বেতন পাবেন। শুধু তাই নয়, পুজো উপলক্ষ্যে বিশেষ ভাতাও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মীরা এই সুযোগ পাবেন না। কেবল কেরল (Kerala) ও মহারাষ্ট্রের (Maharashtra) অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মীরা এই সুবিধা পাবেন। কেননা, কেরল ও মহারাষ্ট্রে আগামী মাসে ওনাম এবং গনেশ চতুর্থী উৎসব রয়েছে। তাই এই দুই রাজ্যের কেন্দ্রীয় কর্মীদের চলতি মাসে আগাম বেতন এবং পেনশন দেওয়া হবে। এই বিষয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
কত তারিখে মিলবে আগাম বেতন ও পেনশন?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ‘ওনাম’ উৎসবকে সামনে রেখে এবার কেরলের সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন এবং বেতন আগামী ২৫ অগস্ট, ২০২৩ তারিখে তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। আর মহারাষ্ট্রের সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের বেতন এবং পেনশন ২৭ সেপ্টেম্বর, ২০২৩-এ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
বিশেষ উৎসব ভাতা পাবেন
আগাম বেতন ও পেনশন দেওয়ার পাশাপাশি ওনাম ও গনেশ চতুর্থী উপলক্ষ্যে বিশেষ উৎসব ভাতা দেওয়ারও ঘোষণা করেছে অর্থমন্ত্রক। কেরল ও মহারাষ্ট্রের কর্মীদের বিশেষ উৎসব ভাতা হিসাবে ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
কেন্দ্রের পাশাপাশি কেরল সরকারও তাদের কর্মীদের জন্য বড় উপহার ঘোষণা করেছে। কেরল সরকারের সমস্ত কর্মীদের ৪০০০ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছে পিনারাই বিজয়নের সরকার।