Supreme Court Handbook: আদালতের নথিতে লিঙ্গ অসংবেদনশীল শব্দ বাদ দিতে নতুন হ্যান্ডবুক প্রকাশ সুপ্রিম কোর্টের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 16, 2023 | 10:30 PM

হ্যান্ডবুকে যে শব্দগুলি চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য বিকল্প যে শব্দ বা শব্দবন্ধ দেওয়া হয়েছে আগামী দিনে আদালত সংক্রান্ত বিভিন্ন নথি এবং ওয়েবসাইটে তা ব্যবহার করতে হবে। উদাহরণ স্বরূপ, ‘হাউসওয়াইফ’ এর বদলে ‘হোমমেকার’ ব্যবহার করতে হবে।

Supreme Court Handbook: আদালতের নথিতে লিঙ্গ অসংবেদনশীল শব্দ বাদ দিতে নতুন হ্যান্ডবুক প্রকাশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: বিচার ব্যবস্থায় লিঙ্গ সচেতনতা গড়ে তুলতে চায় দেশের শীর্ষ আদালত। সেই লক্ষ্যে বুধবার একটি হ্যান্ডবুক প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আইন সংক্রান্ত বিভিন্ন নথি এবং রায়ের কপিতে কোন কোন শব্দগুলি লেখা হবে না সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে ওই হ্যান্ডবুকে। সমাজে প্রচলিত বিভিন্ন শব্দবন্ধ যা এত দিন আইন সংক্রান্ত বিষয়েও ব্যবহৃত হয়ে এসেছে, সেগুলির ব্যবহারে রাশ টেনে বিকল্প শব্দ বা শব্দবন্ধ ব্যবহারের বিষয়টি নির্দেশিত হয়েছে ওই হ্যান্ডবুকে। এর মধ্যে রয়েছে প্রস্টিটিউট, লেডিলাইক, কেরিয়ার ওম্যান, ইভ টিজিংয়ের মতো শব্দ। লিঙ্গ সংক্রান্ত বিভিন্ন টার্মিনোলজি যার মাধ্যমে বৈষম্য ফুটে ওঠে তার অবসান ঘটাতেই এই পদক্ষেপ দেশের শীর্ষ আদালতের।

এই হ্যান্ডবুকের বিষয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এই বদলের উদ্দেশ্য অতীতের রায়কে গুরুত্ব না দেওয়া নয়। বরং লিঙ্গ বিষয়ে সচেতনতা গড়ে তোলা। যাতে আগামী দিনে আদালতের দেওয়া বিভিন্ন রায়ে এই বিষয়টি প্রতিফলিত হয়। লিঙ্গ সম্পর্কিত গতানুগতিকতা ভাঙতেই উদ্যোগ বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, “মহিলাদের নিয়ে সমাজে বসে থাকা বিভিন্ন স্টিরিওটাইপ মানসিকতা ভাঙতেই এই উদ্যোগ। এই হ্যান্ডবুকে সেই ধরনের স্টিরিওটাইপ কিছু শব্দ চিহ্নিত হয়েছে। অতীতের বিচারকে অপবাদ দেওয়া এর উদ্দেশ্য নয়। কোনও রায়দানের ক্ষেত্রে ভাষাগত বিষয়ে আরও নিখুঁত এবং লিঙ্গ সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া এর উদ্দেশ্য।”

হ্যান্ডবুকে যে শব্দগুলি চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য বিকল্প যে শব্দ বা শব্দবন্ধ দেওয়া হয়েছে আগামী দিনে আদালত সংক্রান্ত বিভিন্ন নথি এবং ওয়েবসাইটে তা ব্যবহার করতে হবে। উদাহরণ স্বরূপ, ‘হাউসওয়াইফ’ এর বদলে ‘হোমমেকার’ ব্যবহার করতে হবে। ‘চাসতে ওম্যান’ শব্দের বদলে কেবলই ‘ওম্যান’ বলতে হবে। ‘ডিউটিফুল/ ফেথফুল/ গুড ওয়াইফ’ এই ধরনের শব্দ না বলে কেবলই ‘ওয়াইফ’ বলতে হবে। ‘প্রস্টিটিউট’-এর বদলে ‘সেক্স ওয়ার্কার’ লিখতে হবে। ‘ফোর্সিবেল’ রেপ নয়, ‘রেপ’ লিখতে হবে। স্লাট, হোর, লেডিলাইকের মতো শব্দও ব্যবহার করা যাবে না বলে হ্যান্ডবুকে নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article