Manipur: মণিপুরে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে ৫৩ সদস্যের টিম গঠন সিবিআই-র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 16, 2023 | 10:14 PM

CBI: মহিলাদের যৌন নির্যাতনের ঘটনার পাশাপাশি ৬টি অন্য হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এছাড়া রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র লুটের তদন্তেও নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।

Manipur: মণিপুরে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে ৫৩ সদস্যের টিম গঠন সিবিআই-র
প্রতীকী ছবি
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

ইম্ফল: ধীরে-ধীরে শান্ত হচ্ছে মণিপুর (Manipur)। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে একথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অশান্তির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে তৎপর প্রশাসন।মণিপুরে মহিলাদের যৌন নির্যাতনের ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, (CBI)। যার মধ্যে ডিআইজি পদমর্যাদার দুই মহিলা আধিকারিক রয়েছেন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মণিপুরে গত ৪ মে মহিলাদের যৌন নির্যাতনের তিনটি ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। সেই তিনটি ঘটনার মধ্যে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো, তিন মহিলার যৌন নির্যাতন এবং এক মহিলার গণধর্ষণের ঘটনা রয়েছে। এই ঘটনাগুলির তদন্তে ৫৩ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ডিআইজি পদমর্যাদার দুই মহিলা আধিকারিক লাভলি কাটিয়ার ও নির্মলা দেবী।

মহিলাদের যৌন নির্যাতনের ঘটনার পাশাপাশি ৬টি অন্য হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এছাড়া রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র লুটের তদন্তেও নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।

প্রসঙ্গত, গত ৩ মে থেকে কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে জ্বলছে মণিপুর। তিন মাসের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার-হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ৪ মে থেকেই রাজ্যে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। এর মধ্যেও বারেবারে উত্তাল হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্যটি। এর উপর গত মাসের শেষে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা নতুন করে অশান্তির আগুনে ঘৃতাহুতি দেয়। যদিও এই ঘটনায় দোষীরা ছাড় পাবে না বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়োটি প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে মণিপুর পুলিশ। কিন্তু, তারপরই প্রকাশ্যে আসে একের পর এক মহিলার যৌন নির্যাতনের ঘটনা। এরপর গত ২৯ জুলাই মহিলাদের যৌন নির্যাতনের ঘটনার তদন্তভার নেয় সিবিআই।

Next Article