নয়া দিল্লি: সম্পত্তি নিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে সরকার। সূত্রের খবর, ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তন আনার ভাবনা চিন্তা করছে সরকার। জানা গিয়েছে, ওয়াকফ আইনে ৪০টি সংশোধনী আনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই সংসদে এই সংশোধনী বিল পেশ করা হতে পারে।
কেন্দ্রীয় সূত্রে খবর, ওয়াকফ বোর্ডের এক্তিয়ার এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করাই লক্ষ্যেই বিল আনতে চায় সরকার। এবার ওয়াকফ আইনে প্রায় ৪০টি সংশোধনী আনার ভাবনাচিন্তা করছে সরকার।
সূত্রের খবর, আগে যে কোনও সম্পত্তি বা জমি কোনরকম সরকারি পর্যালোচনা ছাড়াই ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হত। যেকোনও সম্পত্তি বা জমিতে ওয়াকফ বোর্ড দাবি জানালে, বাধ্যতামূলক সরকারি পর্যালোচনার নিয়ম চালু করার পক্ষপাতী সরকার। সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা বা ওয়াকফ বোর্ডের বাদানুবাদ চলছে, সেই সম্পত্তির মালিকানা আদতে কার, তাও খতিয়ে দেখার আইনি এক্তিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে।এমনকী, ওয়াকফ বোর্ড গঠন এবং পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
জানা গিয়েছে, গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চলতি সপ্তাহে সংসদে এই বিষয়টি তুলে ধরা হতে পারে।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকার ১২৩টি সম্পত্তির শারীরিক পরিদর্শন করতে পারে। এই জমির উপরে অধিকার দাবি করেছিল দিল্লি ওয়াকফ বোর্ড। গত বছরের অগস্ট মাসে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকও এই সম্পত্তিগুলি নিয়ে নোটিস জারি করে। বর্তমানে সারা দেশে ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৩০টি ওয়াকফ বোর্ড রয়েছে।
১৯৫৪ সালে পাশ হয় ওয়াকফ আইন। ১৯৯৫ সালে ওয়াকফ আইন সংশোধন করে, ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। ওয়াকফ বোর্ডের সারা দেশে ৮.৭ লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে, যা ৯.৪ লক্ষ একর জুড়ে বিস্তৃত।