নয়ডা: পুলিশেরই নীতিপুলিশি! ভর সন্ধেয় রাস্তায় যৌন হেনস্থার শিকার যুবতী। অভিযোগ জানাতে গেলে যুবতীকেই পুলিশ পাল্টা প্রশ্ন, “সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছিলে কেন?”। রক্ষা করার দায়িত্ব যাদের, তাদের কাছ থেকেই এমন জবাব পেয়ে তো হতভম্ব যুবতী। শেষে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা বর্ণনা করেন যুবতী। ওঠে সমালোচনার ঝড়। চাপে পড়েই পুলিশ বিবৃতি জারি করে জানায়, তারা ওই যুবতীর অভিযোগ গ্রহণ করেছে। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডায়। সেক্টর ৪৮-র বাসিন্দা ওই যুবতী শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বের হন। বৃষ্টির মধ্যে রিলস বানাচ্ছিলেন ওই যুবতী। হঠাৎই এক মাঝবয়সী ব্যক্তি এসে টান মেরে তাঁর শর্টস (ছোট প্যান্ট) ছিঁড়ে দেন। যুবতীর সঙ্গে অভব্যতা করছিলেন অভিযুক্ত ব্যক্তি, সেই সময়ই দুই যুবতী দেখতে পান এবং তারা এসে এই যুবতীকে বাঁচান। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান যুবতী। কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে তিনি সেক্টর ৪৯-র পুলিশ স্টেশনে যান যৌন হেনস্থার অভিযোগ জানাতে। সেখানে গিয়ে আরও এক ধাক্কা। তাঁর অভিযোগ নেওয়ার বদলে এক পুলিশ অফিসার যুবতীকেই পাল্টা দোষ দিয়ে বলেন যে সন্ধেবেলায় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন কেন যুবতী? অপমানে থানা ছেড়ে চলে আসেন যুবতী।
সোস্য়াইটিতে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে চাইলে, গার্ড জানান, অর্ধেকের বেশি সিসিটিভি কাজই করে না। তাঁর সঙ্গে হওয়া যৌন হেনস্থার ফুটেজও নেই। এরপরই যুবতী ভেঙে পড়েন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে গোটা ঘটনার বর্ণনা দেন। হু হু করে ভাইরাল হয় সেই ভিডিয়ো। ওঠে সমালোচনার ঝড়।
এরপরই নয়ডা পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, অভিযোগ দায়ের করা হয়েছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।