CDS Appointment Rules: বদলে গেল বিধান, জেনারেল রাওয়াতের উত্তরাধিকারী বাছতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 07, 2022 | 7:51 PM

CDS Appointment Rules: দেশের প্রতিরক্ষা প্রধান বা সিডিএস নিয়োগের বিধান সংশোধন করল প্রতিরক্ষা মন্ত্রক। এদিন এই বিষয়ে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার জন্য আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হল।

CDS Appointment Rules: বদলে গেল বিধান, জেনারেল রাওয়াতের উত্তরাধিকারী বাছতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: দেশের প্রতিরক্ষা প্রধান বা সিডিএস নিয়োগের বিধান সংশোধন করল প্রতিরক্ষা মন্ত্রক। এদিন এই বিষয়ে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার জন্য আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হল। নয়া বিধান অনুযায়ী, অনূর্ধ্ব ৬২ যেকোনও কর্মরত বা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, এয়ার মার্শাল এবং ভাইস অ্যাডমিরালই, চিফ অফ ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা প্রধান পদের জন্য যোগ্য এবং উপযুক্ত হিসাবে গন্য হবেন। ফলে এই পদের বিসতৃতি আগের থেকে অনেকটাই বাড়ল। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের। তারপর থেকে এখনও পর্যন্ত পদটি শূন্য রয়েছে।

এখনও পর্যন্ত চিফ অফ ডিফেন্স স্টাফ পদের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৫ বছর। তবে নয়া বিধান অনুযায়ী, সরকার প্রয়োজন বলে মনে করলে সিডিএস-এর পদের বয়সসীমা ইচ্ছামতো বাড়িয়ে দিতে পারে। বায়ুসেনার জন্য দারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ার মার্শাল বা এয়ার চিফ মার্শাল হিসাবে কর্মরত সকল অফিসারকেই সিডিএস পদের জন্য গন্য করবে সরকার। উপরন্ত, এয়ার মার্শাল বা এয়ার চিফ মার্শাল হিসাবে অবসর নিয়েছেন, অথচ যাঁদের বয়স ৬২ পেরোয়নি, তাঁদেরও এই পদের জন্য যোগ্য বলে মনে করা হবে। একই ধরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় সেনা এবং নৌসেনার জন্য়ও। ফলে শুধু তিন বাহিনীর সর্বোচ্চ ব়্যাঙ্কের অফিসাররাই নন, সিডিএস পদ পাওয়ার সুযোগ পাবেন তিন বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব়্যাঙ্কের অফিসাররাও।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পরই দেশের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে এক উচ্চ স্তরের কমিটি তিন বাহিনীর মাথায় একজন প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ নিয়োগের সুপারিশ করেছিল। কমিটি বলেছিল, তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্যই এই পদের প্রয়োজন। প্রতিরক্ষা প্রধান হবেন প্রতিরক্ষা মন্ত্রকের একক সামরিক উপদেষ্টা। মোদী সরকারের আমলে ভারতের প্রথম সিডিএস হিসাবে নিয়োগ করা হয়েছিল জেনারেল বিপিন রাওয়াতকে। ২০১৯ সালের ডিসেম্বরে সেনা প্রধান হিসাবে অবসর নেওয়ার পর এই পদ পেয়েছিলেন তিনি। গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুনুরের কাছে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয়েছিল জেনারেল রাওয়াতের। তারপর থেকেই তাঁর উত্তরাধিকারী নিয়ে প্রশ্ন রয়েছে। সূত্রের খবর, এই পদের দৌড়ে সবার আগে রয়েছেন বর্তমান সেনা প্রধান মনোজ মুকুন্দ নারভানে। ভারতীয় সশস্ত্র বাহিনীতে তিনিই এখন সবথেকে বরিষ্ঠ অফিসার। শুধু তাই নয়, প্রতিরক্ষা প্রধানের নেতৃত্বে, তিন বাহিনীর প্রধানদের নিয়ে যে চিফ অব স্টাফ কমিটি রয়েছে, জেবারেল রাওয়াতের মৃত্যুর পর থেকে সেই কমিটিরও দায়িত্ব রয়েছে তাঁর উপরেই।

Next Article