চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার নির্দেশ, সুরক্ষা নিশ্চিত করতে বড় প্রতিশ্রুতি কেন্দ্রের

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 17, 2024 | 3:30 PM

Doctor's Strike: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হল। সম্প্রতি ডেঙ্গি ও ম্যালারিয়া আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে, তা নজরে রেখে এবং জনগণের বৃহত্তর স্বার্থেই ধর্মঘট তুলে নিতে বলা হয়েছে।

চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার নির্দেশ, সুরক্ষা নিশ্চিত করতে বড় প্রতিশ্রুতি কেন্দ্রের
প্রতিবাদ চিকিৎসকদের।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আরজি কর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। আন্দোলনে পথে নেমেছেন দেশের চিকিৎসকরা। আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, এর জেরে চরম ভোগান্তি হচ্ছে রোগীদের। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিকিৎসকদের ধর্মঘট তুলে নিতে বলা হল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে আজ আরজি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট আগামিকাল, রবিবার ভোর ৬টা পর্যন্ত চলবে। হাসপাতালগুলিতে বন্ধ রয়েছে ওপিডি পরিষেবা। কেবল জরুরি বিভাগ চালু রয়েছে। তবে চিকিৎসকদের ধর্মঘটের জেরে চরম ভোগান্তি হচ্ছে দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষের।

এই পরিস্থিতিতেই  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হল। সম্প্রতি ডেঙ্গি ও ম্যালারিয়া আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে, তা নজরে রেখে এবং জনগণের বৃহত্তর স্বার্থেই ধর্মঘট তুলে নিতে বলা হয়েছে।

কেন্দ্রের তরফে আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলা হয়েছে যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি সুপারিশ করবে যে নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপের প্রয়োজন।

জানা গিয়েছে, সকল স্টেকহোল্ডার বা অংশীদারদেরই এই কমিটির সদস্য করা হবে। এর মধ্যে রাজ্য সরকারও থাকবে। তারাও পরামর্শ দেবে।

আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (FORDA), ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ও রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনস অব গভার্মেন্টাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালস-র প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, ওই বৈঠকে স্বাস্থ্য ক্ষেত্রের প্রতিনিধিরা কর্মক্ষেত্রে (হাসপাতাল) চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চিকিৎসকদের হুমকি-মারধরের ঘটনা বন্ধ করতে কেন্দ্র যাতে দ্রুত পদক্ষেপ করে, সেই দাবি জানান।

এর জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয় যে কর্মক্ষেত্রে চিকিৎসকদের কী কী প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, সে সম্পর্কে সরকার অবগত। দ্রুত এই সমস্যা মেটানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই ২৬টি রাজ্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা চেয়ে কড়া নিয়ম এনেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article