লখনউ: আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক পরিষেবা চলছিল, হঠাৎই বিমানবন্দরে তুমুল শোরগোল। গ্যাসে ভরে গেল বিমানবন্দরের ভিতরের অংশ। গ্যাস নাকে যেতেই সংজ্ঞা হারালেন একের পর এক বিমানবন্দরের কর্মী। আতঙ্কে বিমানবন্দরেই ছোটাছুটি শুরু করলেন বাকিরা। দ্রুত ফাঁকা করে দেওয়া হল বিমানবন্দরে দেড় কিলোমিটার এলাকা। সব মিলিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। ছুটে এল এনডিআরএফ, এসডিআরএফ।
শনিবার সকালেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লখনউয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে। লখনউয়ের এই বেসরকারি বিমানবন্দরের কার্গো বিভাগে ফ্লোরিন গ্যাস লিক করে। ওই গ্যাস লিক করে অজ্ঞান হয়ে যান দুইজন। প্রাণভয়ের আশঙ্কায় বাকিরাও বিমানবন্দরে ইতি-উতি ছুটতে শুরু করেন। কার্যত পদদলিত হওয়ার মতো অবস্থা হয়। পরে দ্রুত এলাকা ফাঁকা করা হয়। ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। খবর দেওয়া হয় এনডিআরএফ ও এসডিআরএফ-কেও। আপাতত বিমানবন্দরের কার্গো এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।
Adani Lucknow Airport clarifies on the alarm activated for radioactive material by a shipment containing medicines for cancer patients… pic.twitter.com/wOzujtMikv
— Omar Rashid (@omar7rashid) August 17, 2024
জানা গিয়েছে, বিমানবন্দরের টার্মিনাল ৩-র কার্গো অংশে ফ্লোরিন গ্যাস লিক করে। ক্যানসারের রোগীদের রেডিওথেরাপি চিকিৎসায় ব্যবহৃত হয়, এমন ওষুধ তৈরির জন্যই ফ্লোরিন গ্যাস আনা হচ্ছিল। গুয়াহাটিগামী একটি বিমানে ওই কার্গো বাক্স পাঠানোর কথা ছিল। চেকিং মেশিনে দেওয়ার সময় দেখা যায়, বাক্সটির ওজন বেশি। বেজে ওঠে অ্যালার্ম। বিমানবন্দরের কর্মীরা বাক্সটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে গ্যাস। কিছুক্ষণেই বিমানবন্দরে ছড়িয়ে পড়ে সেই গ্যাস। এর জেরেই কর্মী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে।