দামি হোটেলে টিকাকরণের প্যাকেজ! বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

ঈপ্সা চ্যাটার্জী |

May 30, 2021 | 10:20 AM

বেশ কিছু বেসরকারি হাসপাতাল নামী-দামি হোটেলের সঙ্গে চুক্তি করে টিকাকরণ কর্মসূচি চালু করা হয়েছে। সেখানে থাকা, পুষ্টিকর খাবার, বিনামূল্যে ওয়াইফাই এবং বিখ্যাত হাসপাতালের নামী চিকিৎসকদের হাত থেকে টিকা নেওয়ার পরিষেবা দেওয়া হচ্ছে।

দামি হোটেলে টিকাকরণের প্যাকেজ! বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে লম্বা লাইন নয়, পাঁচতারা হোটেলে আরামে বসেই নেওয়া যাবে করোনা টিকা, এমনই প্যাকেজ চালু করেছিল দেশের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। তবে শনিবার কেন্দ্রের তরফে জানানো হল, এটি টিকাকরণের সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ এবং যে সমস্ত হাসপাতালগুলি এই পরিষেবা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি চিঠি পাঠানো হয় এবং জাতীয় করোনা টিকাকরণ নীতি যাতে অনুসরণ করা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, করোনা টিকাকরণ কেবল সরকারি ও বেসরকারি হাসপাতাল বা টিকাকেন্দ্রে, অফিসে এবং বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বাড়ির সামনেই কোনও কেন্দ্রে বা হাউসিং সোসাইটিতে টিকাকরণের ব্যবস্থা করা যাবে।

কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান এই নিয়মের বাইরে গিয়ে আলাদাভাবে টিকাকরণের আয়োজন করছে, তাদের বিরুদ্ধে যেন আইনী ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এরজন্য রাজ্য সরকারগুলিকে টিকাকরণ প্রক্রিয়ার উপর বিশেষ নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

সম্প্রতিই কেন্দ্রের নজরে আসে যে, বেশ কিছু বেসরকারি হাসপাতাল নামী-দামি হোটেলের সঙ্গে চুক্তি করে টিকাকরণ কর্মসূচি চালু করা হয়েছে। সেখানে থাকা, পুষ্টিকর খাবার, বিনামূল্যে ওয়াইফাই এবং বিখ্যাত হাসপাতালের নামী চিকিৎসকদের হাত থেকে টিকা নেওয়ার পরিষেবা দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে শোরগোল শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র ময়দানে নামে।

আরও পড়ুন: স্কুল-কলেজের পাঠ্যসূচিতে বিপর্যয় ও মহামারী মোকাবিলার পাঠ, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত ওড়িশায়

  

Next Article