Corona Cases Lockdown News Live: আরও কমল দৈনিক সংক্রমণ, টানা ৬ দিন ধরে ১০ শতাংশের নীচেই আক্রান্তের হার

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: সায়নী জোয়ারদার

May 31, 2021 | 12:50 AM

চলতি মাসের শুরুতেই সংক্রমণে জর্জরিত দিল্লিতে লকডাউনের পর থেকেই দ্রুতগতিতে কমেছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের কম হলেও আগামী ৭ জুন অবধি লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দিল্লি সরকার।

Corona Cases Lockdown News Live: আরও কমল দৈনিক সংক্রমণ, টানা ৬ দিন ধরে ১০ শতাংশের নীচেই আক্রান্তের হার
পঞ্জাবে করোনা টিকা নেওয়ার লম্বা লাইন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ববিধি। ছবি:PTI

Follow Us

দেশে ফের কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। সংক্রমণের জেরে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।

দেশে বিগত কয়েকদিন ধরেই ক্রমশ নিম্নমুখী করোনা সংক্রমণ। গতকালই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। ধীরে ধীরে কমছে মৃত্যু সংখ্যাও। এ দিকে, আগামী ডিসেম্বরের মধ্যে সকল দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যে জোর দেওয়া হচ্ছে করোনা টিকাকরণে। চলতি মাসের শুরুতেই সংক্রমণে জর্জরিত দিল্লিতে লকডাউনের পর থেকেই দ্রুতগতিতে কমেছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের কম হলেও এখনই লকডাউন তুলে নিচ্ছে না কেজরীবাল সরকার। আগামী ৭ জুন অবধি লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে বিশেষ শর্তে ছাড় দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। অন্যদিকে, মিজোরাম, লাদাখের মতো ছোট রাজ্যগুলিতে ক্রমশ উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেকে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 May 2021 02:15 PM (IST)

    বাল সহায়তা যোজনার সূচনা করলেন বিহারের মুখ্যমন্ত্রী

    করোনা সংক্রমণে যে সমস্ত শিশুরা অভিভাবকহীন হয়ে পড়েছে, তাঁদের মাসিক ১৫০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “বাল সহায়তা যোজনা”।

  • 30 May 2021 02:11 PM (IST)

    সরকারের সপ্তম বর্ষপূর্তিতে করোনা ত্রাণ বিলি বিজেপির

    সরকারের সপ্তম বর্ষপূর্তিতে করোনা মোকাবিলায় ত্রাণ পাঠাল বিজেপি। এ দিন দিল্লিতে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।


  • 30 May 2021 02:08 PM (IST)

    করোনায় অভিভাবকহীনদের জন্য বিশেষ প্রকল্প ত্রিপুরা সরকারের

    করোনা সংক্রমণের জেরে অভিভাবকহীন শিশুদের শিক্ষার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার, শনিবার এ কথা ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb)। একইসঙ্গে, যাঁরা অনাথ আশ্রমে থাকছেন না, ১৮ বছর বয়স অবধি তাঁদের প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন: করোনায় অভিভাবকহীন শিশুদের শিক্ষার খরচ বহন সহ একাধিক সুবিধা ঘোষণা করল ত্রিপুরা সরকার

  • 30 May 2021 11:00 AM (IST)

    পাকিস্তানি হিন্দু রিফিউজিদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি যোধপুরে

    রাজস্থানের যোধপুর জেলা প্রশাসন শনিবার কালিবেরি এলাকায় বিশেষ টিকাকরণ কর্মসূচির আয়োজন করল। পাকিস্তান থেকে আগত যেসমস্ত হিন্দু রিফিউজিরা রয়েছে, তাঁদের প্রয়োজনীয় নথি যাচাই করে টিকা দেওয়া হয় এ দিন।

  • 30 May 2021 10:56 AM (IST)

    বিদেশ যাত্রা সহজ করতে টিকাকরণে বিশেষ সুবিধা আনল কেরল সরকার

    পড়াশোনা বা অন্য কোনও কাজে বিদেশ যাত্রার জন্য যাদের করোনা টিকার দুটি ডোজ়ই প্রয়োজন, তাদের জন্য বিশেষ সুবিধা আনল কেরল সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা কোভিশিল্ডের প্রথম ডোজ় নিয়েছেন, কিন্তু ৮৪ দিন পূর্ণ করে দ্বিতীয় ডোজ় নেওয়া বাকি, তাঁরা আগেভাগে টিকা নেওয়ার জন্য সরকারের ই-পোর্টালে আবেদন জানাতে পারে। সেক্ষেত্রে টিকাকরণের প্রথম ডোজ়ের ৪ থেকে ৬ সপ্তাহ বাদেই দ্বিতীয় ডোজ় দেওয়া হবে।

  • 30 May 2021 10:51 AM (IST)

    হোটেলে টিকাকরণ আইন বিরুদ্ধ, কড়া নির্দেশিকা কেন্দ্রের

    হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে লম্বা লাইন নয়, পাঁচতারা হোটেলে আরামে বসেই নেওয়া যাবে করোনা টিকা, এমনই প্যাকেজ চালু করেছিল দেশের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। তবে শনিবার কেন্দ্রের তরফে জানানো হল, এটি টিকাকরণের সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ এবং যে সমস্ত হাসপাতালগুলি এই পরিষেবা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

    বিস্তারিত পড়ুন: দামি হোটেলে টিকাকরণের প্যাকেজ! বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের

  • 30 May 2021 10:48 AM (IST)

    ‘দুয়ারে টিকাকরণ’ জম্মুর প্রত্যন্ত অঞ্চলে

    জম্মুর যে সমস্ত অঞ্চলে পৌঁছনো কঠিন, সেখানেও করোনা টিকাকরণের কর্মসূচি নিয়ে পৌঁছে গেলেন স্বাস্থ্য আধিকারিকরা। রবিবার রাজৌরির মাঞ্জাকোটে পুলিশ ও প্রশাসনের সহায়তায় আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ কর্মসূচি চালাচ্ছেন। স্থানীয় শিক্ষকরাও এই কাজে সাহায্য করছেন।

  • 30 May 2021 08:35 AM (IST)

    ৭ জুন অবধি দিল্লিতে জারি লকডাউন

    লকডাউন উঠছে না এখনই! সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও আগামী ৭ জুন অবধি লকডাউন (Lockdown)-ই থাকছে দিল্লি(Delhi)-তে, শনিবার এমনটাই জানাল রাজ্য সরকার। তবে ছাড় দেওয়া হয়েছে উৎপাদন ও নির্মাণ শিল্পে। গত শুক্রবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) জানিয়েছিলেন, সোমবার থেকে রাজধানীতে আনলক পর্ব শুরু হবে। ধীরে ধীরে সমস্ত কিছু র উপর থেকে বিধি নিষেধ তুলে নেওয়া হবে। তবে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেলেই স্থগিত করে দেওয়া হবে আনলক প্রক্রিয়া।

    বিস্তারিত পড়ুন: ২ মাসে সর্বনিম্ন সংক্রমণেও লকডাউন উঠছে না রাজধানীতে, কোন কোন ক্ষেত্রে মিলল ছাড়?

  • 30 May 2021 08:29 AM (IST)

    মিজোরামে একদিনে আক্রান্ত ৩২৯

    করোনা সংক্রমণ বাড়ছে মিজোরামে। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩২৯ জন, মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৮৯।  এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৮৬৩ জন।