স্কুল-কলেজের পাঠ্যসূচিতে বিপর্যয় ও মহামারী মোকাবিলার পাঠ, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত ওড়িশায়
মুখ্যমন্ত্রী জানান, যুব সমাজ ও আগামী প্রজন্মের মধ্যে যাতে আগে থেকেই নানা বিপর্যয় সম্পর্কে আগে থেকেই সম্যক ধারণা তৈরি হয় এবং কীভাবে বিপর্যয় মোকাবিলা করতে হবে, সে সম্পর্কে ধারণা থাকে, সেই উদ্দেশ্যেই স্কুল-কলেজের পাঠ্যসূচিতে বিপর্যয় ও মহামারী মোকাবিলার পাঠ যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভূবনেশ্বর: করোনা সংক্রমণ সহ একের পর এক বিপর্যয় মানবজাতিকে শেখাচ্ছে নতুন অনেক কিছুই। ভবিষ্যত প্রজন্মও যাতে বিভিন্ন বিপর্যয় থেকে শিক্ষা নেয় এবং সচেতন হয়, সেই উদ্দেশ্যেই স্কুল-কলেজের পাঠ্যসূচিতে বিপর্যয় ও মহামারী মোকাবিলার পাঠ যোগ করতে চলেছে ওড়িশা সরকার।
এই বিষয়ে শনিবারই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের উপস্থিতিতে মন্ত্রী পরিষদের একটি বৈঠক হয়। সেখানেই সর্বসম্মতিতে এই প্রস্তাব পাশ হয়। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন, “পঞ্চম দফার সরকার গঠনের আগেই ২০১৯ সালে আমাদের ঘূর্ণিঝড় ফণির সম্মুখীন হতে হয়েছিল। বিগত দুই বছর ধরে আমরা একটানা নানান ঘূর্ণিঝড় ও করোনা সংক্রমণের ভয়াবহ প্রভাব সামলে চলেছি। এই সংকটকালে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে আমরা নিজেদের সেরাটুকু দিচ্ছি।”
মুখ্যমন্ত্রী জানান, যুব সমাজ ও আগামী প্রজন্মের মধ্যে যাতে আগে থেকেই নানা বিপর্যয় সম্পর্কে আগে থেকেই সম্যক ধারণা তৈরি হয় এবং কীভাবে বিপর্যয় মোকাবিলা করতে হবে, সে সম্পর্কে ধারণা থাকে, সেই উদ্দেশ্যেই স্কুল-কলেজের পাঠ্যসূচিতে বিপর্যয় ও মহামারী মোকাবিলার পাঠ যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রীসভার সদস্যরা জানান, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেরই মনে হয়েছে রাজ্যের সমস্ত বাসিন্দাই যেন সাইক্লোনের মতো বিপর্যয় ও করোনার মোকাবিলায় প্রস্তুত থাকে। অতীতে পরপর বিপর্যয়ের মুখে পড়ায় ওড়িশাকে সবাই করুণা করত, বর্তমানে গোটা বিশ্ব বিপর্যয় মোকাবিলায় ওড়িশার প্রশংসা করে।
আরও পড়ুন: ‘কুম্ভমেলাকে সুপার স্প্রেডারের তকমা দেওয়া ভুল’, আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে ব্যাখ্যা আধিকারিকদের