AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘NEET-এ বড় মাপের দুর্নীতি হয়নি, ফের পরীক্ষার প্রশ্নই নেই’ নিজের অবস্থানেই অনড় রইল কেন্দ্র

Supreme Court: সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রাপ্ত নম্বরে গড়মিলের অভিযোগ নিয়ে জবাব দিতে বলা হয়েছিল। তার প্রেক্ষিতেই বুধবার হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার। সেই হলফনামাতেই বলা হয়েছে যে গত ৫ মে দেশজুড়ে হওয়া নিট পরীক্ষায় কোনও বড় মাপের বেনিয়ম বা দুর্নীতি হয়নি।

'NEET-এ বড় মাপের দুর্নীতি হয়নি, ফের পরীক্ষার প্রশ্নই নেই' নিজের অবস্থানেই অনড় রইল কেন্দ্র
ফের নিট পরীক্ষা নেওয়ার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 11, 2024 | 6:28 AM

নয়া দিল্লি: নিট বিতর্কে (NEET Controversy) দুর্নীতির অভিযোগ মানতে নারাজ কেন্দ্র। “নিট পরীক্ষায় বড় মাপের দুর্নীতি হয়নি”, ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা দিয়ে জানাল কেন্দ্র। ফের পরীক্ষা নেওয়ারও কোনও ইচ্ছা নেই কেন্দ্রের, এমনটাই জানানো হয়েছে হলফনামায়। বাতিল হওয়া নিট পরীক্ষার কাউন্সেলিংও করার ব্যবস্থা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে করা হবে বলেই জানিয়েছে কেন্দ্র।

গত ৮ জুলাই নিট মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রাপ্ত নম্বরে গড়মিলের অভিযোগ নিয়ে জবাব দিতে বলা হয়েছিল। তার প্রেক্ষিতেই বুধবার হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার। সেই হলফনামাতেই বলা হয়েছে যে গত ৫ মে দেশজুড়ে হওয়া নিট পরীক্ষায় কোনও বড় মাপের বেনিয়ম বা দুর্নীতি হয়নি।

দাবির প্রমাণ স্বরূপ কেন্দ্রের তরফে আইআইটি মাদ্রাজের একটি রিপোর্টও দেওয়া হয়, যেখানে নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কোনও বড় মাপের বেনিয়মের প্রমাণ মেলেনি বলেই উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রের তরফে হলফনামায় জানানো হয়েছে, ফের একবার মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কোনও ইচ্ছা নেই তাদের। শুধুমাত্র বেনিয়মের সন্দেহের বশে পরীক্ষা নিলে তা ২৪ লক্ষ পরীক্ষার্থীর উপরে চাপ সৃষ্টি করবে।

নিট-ইউজি-র কাউন্সেলিং, যা সম্প্রতিই স্থগিত রাখা হয়েছিল, তাও শুরু করার কথা জানিয়েছে কেন্দ্র। চলতি জুলাই মাসেরই তৃতীয় সপ্তাহে এই কাউন্সেলিং করার কথা জানিয়েছে কেন্দ্র। মোট চার ধাপে কাউন্সেলি হবে। যদি কোনও পরীক্ষার্থীর বিরুদ্ধে বেনিয়মের প্রমাণ মেলে, তবে তাদের কাউন্সেলিং বাতিল করে দেওয়া হবে।