প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাই দেবে কেন্দ্র! বিরাট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 21, 2021 | 7:56 PM

Nirmala Sitharaman On PF: উভয় ভাগের টাকাই কেন্দ্রের পক্ষ থেকেই দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাই দেবে কেন্দ্র! বিরাট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: কোভিডে যারা কাজ হারিয়েছেন, তাঁদের জন্য এ বার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জানিয়েছেন, কর্ম-হারা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এ বার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সাধারণত দু’ভাগে এই টাকা দেওয়া হয়। একটি অংশ দেয় সেই সংস্থা যেখানে কোনও কর্মী কর্মরত অবস্থায় রয়েছেন। দ্বিতীয় অংশটি ওই কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হয়। উভয় ভাগের টাকাই কেন্দ্রের পক্ষ থেকেই দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ২০২২ সাল পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে কর্মচারী, এবং সংস্থা; উভয় পক্ষের পিএফ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যও এ দিন বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, করোনার কারণে যদি কোনও জেলায় কমপক্ষে ২৫ হাজার শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তবে তাঁদের সুবিধার জন্য এবং রোজগার বৃদ্ধির কথা মাথায় রেখে মোট ১৬ টি জনকল্যাণমূলক প্রকল্প কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। যার লাভ তাঁরা নিতে পারেন। অতিমারির কারণে যেহেতু প্রচুর পরিমাণ দিনমজুর এবং পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন, তাই সেই মানুষগুলির কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মনরেগার বাজেট ৬০ হাজার কোটি থেকে বাড়িয়ে ১ লক্ষ কোটি টাকা করেছে কেন্দ্র। এমনটাও জানান অর্থমন্ত্রী।

ইপিএফ হল টাকা জমানোর নিশ্চিত জায়গা। বেতন থেকে টাকা কাটা হয়। কিন্তু অল্প পরিমাণ টাকা কাটা হয় বলে বেতনের ওপর প্রভাব ফেলে না। এই সঞ্চয় থেকে পরবর্তী সময়ে বেশ খানিকটা টকা পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন, সবচেয়ে উপকারী সঞ্চয়গুলির মধ্যে একটি হল ইপিএফ বিমা পলিসি। আরও পড়ুন: মাসের শেষেই ঢুকছে পিএফের সুদের টাকা, কীভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখবেন, জানেন তো?

 

Next Article