AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrayaan-3 Update: ‘সেলফি লে লে রে…’, ল্যান্ডার বিক্রমের প্রথম সেলফিতেই ধরা দিল রোভারের অবতরণ, দেখুন ভিডিয়ো

Rover Pragyan Landing Video; এক্স সোশ্যাল মাধ্যমে শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে কচ্ছপের গতিতে ল্যান্ডার বিক্রমের র‌‌‌্যাম্প বেয়ে নেমে আসছে রোভার প্রজ্ঞান। ভিডিয়োর ক্যাপশনে ইসরোর তরফে লেখা হয়েছে, "...এভাবে চন্দ্রযান-৩ এর রোভার ল্যান্ডারের র‌‌্যাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে।"

Chandrayaan-3 Update: 'সেলফি লে লে রে...', ল্যান্ডার বিক্রমের প্রথম সেলফিতেই ধরা দিল রোভারের অবতরণ, দেখুন ভিডিয়ো
চাঁদের বুকে প্রজ্ঞানের অবতরণের ছবি।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 1:51 PM
Share

নয়া দিল্লি: অধীর আগ্রহে এই দিনের অপেক্ষা করছিল গোটা দেশবাসী। অবশেষে চাঁদের বুকে প্রথম নিজস্বী (Selfie) তুলে শেয়ার করল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। ইসরোর তরফে শেয়ার করা হল সেই ছবি ও ভিডিয়ো। এক্স (টুইটারের নতুন নাম) পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ল্য়ান্ডার বিক্রম (Lander Vikram) থেকে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)।

বুধবার চাঁদের বুকে অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান-৩- এর ল্যান্ডার বিক্রম। এর ঘণ্টাখানেক পর ধুলোর ঝড় থামে। এরপরই ল্য়ান্ডার বিক্রমের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। বর্তমানে চাঁদের পৃষ্ঠ থেকে মাটি-খনিজের নমুনা সংগ্রহ করছে রোভার। এরই মাঝে ইসরো শেয়ার করল ল্য়ান্ডার বিক্রমের তোলা ছবি।

এক্স সোশ্যাল মাধ্যমে শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে কচ্ছপের গতিতে ল্যান্ডার বিক্রমের র‌‌‌্যাম্প বেয়ে নেমে আসছে রোভার প্রজ্ঞান। ভিডিয়োর ক্যাপশনে ইসরোর তরফে লেখা হয়েছে, “…এভাবে চন্দ্রযান-৩ এর রোভার ল্যান্ডারের র‌‌্যাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে।”