Chandrayaan-3 Update: ‘সেলফি লে লে রে…’, ল্যান্ডার বিক্রমের প্রথম সেলফিতেই ধরা দিল রোভারের অবতরণ, দেখুন ভিডিয়ো
Rover Pragyan Landing Video; এক্স সোশ্যাল মাধ্যমে শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে কচ্ছপের গতিতে ল্যান্ডার বিক্রমের র্যাম্প বেয়ে নেমে আসছে রোভার প্রজ্ঞান। ভিডিয়োর ক্যাপশনে ইসরোর তরফে লেখা হয়েছে, "...এভাবে চন্দ্রযান-৩ এর রোভার ল্যান্ডারের র্যাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে।"
নয়া দিল্লি: অধীর আগ্রহে এই দিনের অপেক্ষা করছিল গোটা দেশবাসী। অবশেষে চাঁদের বুকে প্রথম নিজস্বী (Selfie) তুলে শেয়ার করল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। ইসরোর তরফে শেয়ার করা হল সেই ছবি ও ভিডিয়ো। এক্স (টুইটারের নতুন নাম) পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ল্য়ান্ডার বিক্রম (Lander Vikram) থেকে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)।
বুধবার চাঁদের বুকে অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান-৩- এর ল্যান্ডার বিক্রম। এর ঘণ্টাখানেক পর ধুলোর ঝড় থামে। এরপরই ল্য়ান্ডার বিক্রমের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। বর্তমানে চাঁদের পৃষ্ঠ থেকে মাটি-খনিজের নমুনা সংগ্রহ করছে রোভার। এরই মাঝে ইসরো শেয়ার করল ল্য়ান্ডার বিক্রমের তোলা ছবি।
#Chandrayaan3 Rover ramped down from the Lander to the Lunar surface pic.twitter.com/vyqNR6cGkX
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 25, 2023
এক্স সোশ্যাল মাধ্যমে শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে কচ্ছপের গতিতে ল্যান্ডার বিক্রমের র্যাম্প বেয়ে নেমে আসছে রোভার প্রজ্ঞান। ভিডিয়োর ক্যাপশনে ইসরোর তরফে লেখা হয়েছে, “…এভাবে চন্দ্রযান-৩ এর রোভার ল্যান্ডারের র্যাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে।”