ভিডিয়ো: বাইক থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন যুবক, দেখে নিন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 02, 2021 | 7:53 PM

Accident death, bike accident, সিসিটিভি থেকে পাওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর চলন্ত বাইকটি রাস্তার একটি গর্তে পড়ে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান ওই যুবক।

ভিডিয়ো: বাইক থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন যুবক, দেখে নিন ভিডিয়ো
দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের (প্রতীকী চিত্র)

Follow Us

চেন্নাই: মহম্মদ ইউনুস নামে ৩২ বছর বয়সী চেন্নাইয়ের এক যুবক বাইক থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন। সোমবার, ১ নভেম্বর অফিস থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি হন ওই যুবক। সোমবার সকাল ৮ টা ৪৪ নাগাদ চেন্নাইয়ের চিন্নামালাই এলাকার সদাইপেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সিসিটিভি থেকে পাওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর চলন্ত বাইকটি রাস্তার একটি গর্তে পড়ে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান ওই যুবক। বাইকের পিছনে থাকা একটি বাসের নিচে চাপা পড়েন মহম্মদ। হেলমেট পড়া থাকলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। বাসে গতি বেশি থাকার ফলে বাস চালকের পক্ষে হঠাৎ করে বাসটিকে থামানো সম্ভব হয়নি।

দেখে নিনি ভিডিয়ো

জানা গিয়েছে, ওই বাসটি চেন্নাইয়ের বসন্ত নগর থেকে চিন্নামালাই হয়ে ভাডাপালানি যাচ্ছিল সেই সময়েই মারত্মক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার খবর জানার পরেই ট্রাফিক পুলিশরা ঘটনাস্থলে পৌঁছান। এরপরেই ঘটনার তদন্তে নামে ট্রাফিক পুলিশ, তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই দুর্ঘটনার কারণ তাঁরা জানতে পারেন।

অন্যদিকে, গর্তের কারণে যুবক তার ভারসাম্য হারিয়ে বাসের চাকার নিচে চলে গেলেও, সরকারি বাসের চালক থেভরাজাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মোটর যান আইনের অধীনে, অবহেলা এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

ইউনুসের মরদেহ ময়নাতদন্তের জন্য রায়পেত্তা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মহম্মদ ইউনুস নামের মৃত যুবক নাঙ্গানাল্লুরের বাসিন্দা ছিলেন। তিনি চেন্নাইয়ের একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বৃষ্টির কারণেই ওই গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, দুর্ঘটনার সময়ও বৃষ্টি হচ্ছিল। এই সমস্যার সমাধান হিসেবে, তামিলনাড়ু রাজ্য মহাসড়ক বিভাগ, যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেই রাস্তাটির রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে এবং আপাতত বালি দিয়ে গর্তটি ভরাট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন Amarinder Singh: চার দশকের সম্পর্ক ছিন্ন সোনিয়াদের সঙ্গে, অমরিন্দর এখন ‘পঞ্জাব লোক কংগ্রেসে’র ক্যাপ্টেন

 

Next Article