ভিডিয়ো: ছট পুজো উপলক্ষে যমুনা নদীতে ভাসমান বিষাক্ত ফেনায় ডুব দিচ্ছেন ভক্তরা, দেখুন …

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 08, 2021 | 6:31 PM

Chhath Puja, বিকাশ নগর এলাকার ছট পূজা সমিতির সভাপতি রণধীর কুমার এএনআইকে দেওয়া একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন, যদিও করোনা আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় কম, তবুও তারা নিশ্চিত করা চেষ্টা করছেন সব ভক্তরা যাতে সমস্ত প্রয়োজনীয় সতর্কতা ও কোভিড বিধি অনুসরণ করে।

ভিডিয়ো: ছট পুজো উপলক্ষে যমুনা নদীতে ভাসমান বিষাক্ত ফেনায় ডুব দিচ্ছেন ভক্তরা, দেখুন ...
ছবি: এএনআই

Follow Us

নয়া দিল্লি: দেশে চলছে উৎসবের আবহ। দিওয়ালি কেটে যাওয়ার পরেই এবার ছট পুজো (Chhath Puja) নিয়ে ভক্তদের মধ্যে উন্মদনা তুঙ্গে। সোমবার, ছট পুজো উদযাপনের প্রথম দিনেই দিল্লির (Delhi) কালিন্দী কুঞ্জের নিকট যমুনা নদীর দূষিত জলে নেমে বেশ কিছু ভক্তকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

চার দিন ধরে পালিত হয় ছট পুজো। ছট পুজোর নিয়ম পালনে বেশ কিছু ভক্ত যমুনা নদীর বিষাক্ত জলে নেমে পড়েছেন। যমুনার জলে অ্যামোনিয়া (Amonia) বেড়ে যাওয়ার কারণে জলে বিষাক্ত ফেনার ভাসতে দেখা গিয়েছে, তারমধ্যেই নেমে পুজো করছেন ভক্তরা। যমুনা নদীর জলে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ার ফলে রবিবার দিল্লির বেশ কিছু এলাকায় জল সরবরাহের পরিষেবা ব্যহত হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যমুনার দূষিত জল মানব দেহের জন্য ক্ষতিকারক। যদিও ছটপুজোপ প্রস্তুতি হিসেবে দিল্লির বেশিরভাগ ঘাটই পরিষ্কার করা হয়েছে। তারমধ্যেই এই ধরনের ঘটনা চিন্তা বাড়িয়েছে।

দেখে নিন ভিডিয়ো…

 

দিল্লি জল বোর্ডের (Delhi Jal Board) ভাইস চেয়ারম্যান রাঘব চন্দ্র আগেই জানিয়েছিলেন, হরিয়ানা থেকে অত্যাধিক মাত্রায় দূষিত পদার্থ নিষ্কাশন এবং শিল্পের কারণে নিঃসরিত দূষকের ফলে শোধনাগারগুলির জল উত্পাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল। জানা গিয়েছিল, দিওয়ালির কারণে হরিয়ানা থেকে শিল্পের বর্জ্য নির্গত হওয়ার ফলে যমুনা দূষণের মাত্রা প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে।

বিকাশ নগর এলাকার ছট পূজা সমিতির সভাপতি রণধীর কুমার এএনআইকে দেওয়া একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন, যদিও করোনা আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় কম, তবুও তারা নিশ্চিত করা চেষ্টা করছেন সব ভক্তরা যাতে সমস্ত প্রয়োজনীয় সতর্কতা ও কোভিড বিধি অনুসরণ করে।

ছট পুজোতে মূলত সূর্য দেবতাকে উৎসর্গ করে পুজো করা হয়। সাধারণত বিহার, ঝাড়খন্ড এবং উত্তর প্রদেশের সীমান্তবর্তী এলাকার লোকেরা খুব আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেন। ‘নহাই খাই’ আচারের মাধ্যমে উৎসবের শুরু হয় এবং চার দিন পর ‘উষা অর্ঘ্য’ পরিবেশনের মাধ্যমে শেষ হয় ছট উৎসব।

আরও পড়ুন Demonitization: নোট বাতিলের পাঁচ বছর, বেশ কিছু পরিষেবাতে এখনও চালু নগদে লেনদেন, অনলাইন লেনদেনেও বিপুল বৃদ্ধি

আরও পড়ুন Pm Modi: জন্মদিনের শুভেচ্ছা জানাতে আডবাণীর বাসভবনে প্রধানমন্ত্রী, দেশ ওনার কাছে আজীবন ঋণী থাকবে, বললেন মোদী

Next Article