Bhupesh Baghel: মাওবাদী হামলায় নিহত ১১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কফিন কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী বাঘেল

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 27, 2023 | 4:22 PM

Maoist Attack: মাওবাদী হামলায় বুধবার নিহত হয়েছেন ১০ পুলিশ সহ ১১ জন। আজ ফুল দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিজে কাঁধে এক পুলিশ কর্মীর দেহ নিয়ে যান গাড়ি পর্যন্ত।

Bhupesh Baghel: মাওবাদী হামলায় নিহত ১১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কফিন কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী বাঘেল
Image Credit source: টুইটার

Follow Us

দান্তেওয়াড়া: ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় (Dantewada) গতকাল পুলিশের গাড়িতে হামলা চালায় মাওবাদীরা (Maoist Attack)। আইইডি বিস্ফোরণে নিহত হন ১০ জন পুলিশ কর্মী ও এক জন গাড়ি চালক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার পরই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, খুব শিগগির দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এই মাওবাদীরা। আর আজ নিজে কাঁধে এক মৃত পুলিশের দেহ বয়ে নিয়ে গেলেন ভূপেশ বাঘেল।

আজ দান্তেওয়াড়ার কারলি এলাকার পুলিশ লাইনে মৃত পুলিশ কর্মী ও গাড়ির চালকের কফিনের উপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, স্বরাষ্ট্রমন্ত্রী তামরাধ্বজ সাহু, সাংসদ দীপক বেইজ, ফুলোদেবী নেতাম, রাজ্য় পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক জুনেজা। চারিদিকে ধ্বনিত হয় ‘ভারত মাতা কি জয়’। মৃতদের স্ত্রী, ছেলে-মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। চোখের জলে বিদায় জানালেন পরিবার-পরিজনদের। তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। যথাসাধ্য সাহায্যেরও আশ্বাস দেন। শ্রদ্ধা জ্ঞাপনের পর মৃত পুলিশ কর্মীদের দেহ আজ তাদের নিজেদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এক পুলিশ কর্মীর কফিনবন্দি দেহ কাঁধে তুলে নিয়ে গাড়ি অবধি পৌঁছে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, পুলিশদের এই বলিদান জলে যাবে না। নকশালদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে।

প্রসঙ্গত, গতকাল মাওবাদী বিরোধী অভিযান থেকে ফিরছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (District Reserve Guard)-র ১০ কর্মী। সেই সময় দান্তেওয়াড়ার অরণপুর পুলিশ স্টেশনের কাছে মাওবাদীদের হামলায় উড়ে যায় সেই গাড়ি। এই বিস্ফোরণে প্রায় ৫০ কেজি আইইডি ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। বিস্ফোরণের পরের ছবিতে দেখা গিয়েছে রাস্তায় প্রায় ১০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। গাড়িটি পুরো ধ্বংস হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে সবথেকে বড় মাওবাদী হামলা এটিই। যেখানে প্রাণ গেল মোট ১১ জনের।

Next Article