Goat Theft: ১৮ লাখি গাড়িতে চেপে এসে ১২০ কেজির ছাগল চুরি করল চোর, নাওয়া-খাওয়া ভুললেন বিজেপি নেতা

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 21, 2024 | 12:44 PM

Bizarre: বিজেপি নেতা সুরেশ গুপ্তার বাড়ি থেকে ৮ ফেব্রুয়ারি একটি ছাগল চুরি যায়।১২০ কেজি ওজনের ওই ছাগল চুরি যেতেই বিজেপি নেতা স্থানীয় রঘুনাথপুর থানায় অভিযোগ জানান। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও, পুলিশ ওই ছাগলকে খুঁজে না পাওয়ায় তিনি অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন এবং গোটা ঘটনার বর্ণনা ও ছাগল ফেরত পাওয়ার বিবৃতি লিখিত আকারে জমা দেন।

Goat Theft: ১৮ লাখি গাড়িতে চেপে এসে ১২০ কেজির ছাগল চুরি করল চোর, নাওয়া-খাওয়া ভুললেন বিজেপি নেতা
ছাগলের শোকে পাথর বিজেপি নেতা।
Image Credit source: Pixabay

Follow Us

রায়পুর: দিনে-দুপুরে চুরি, তাও আবার বিজেপি নেতার বাড়ি থেকে। সোনা-দানা নয়, বিজেপি নেতার বাড়ি থেতে চুরি গেল ছাগল। এই ছাগল যে-সে ছাগল নয়। তার ওজন ১২০ কেজি। চোরেরা ওই ছাগল চুরি করে এলাকারই একটি কসাইখানায় বিক্রি করে দেয় ২৭ হাজার টাকায়। নেতার বাড়িতে এমন চুরির ঘটনায় হতবাক এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের অম্বিকাপুরে। সেখানের বিজেপি নেতা সুরেশ গুপ্তার বাড়ি থেকে ৮ ফেব্রুয়ারি একটি ছাগল চুরি যায়।১২০ কেজি ওজনের ওই ছাগল চুরি যেতেই বিজেপি নেতা স্থানীয় রঘুনাথপুর থানায় অভিযোগ জানান। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও, পুলিশ ওই ছাগলকে খুঁজে না পাওয়ায় তিনি অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন এবং গোটা ঘটনার বর্ণনা ও ছাগল ফেরত পাওয়ার বিবৃতি লিখিত আকারে জমা দেন।

নেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, ওই ছাগল বিজেপি নেতার খুব প্রিয়। ওই ছাগল নাকি কথা বলতে পারে এবং মানুষের মতো যাবতীয় কাজ করতে পারে।

এদিকে, বিজেপি নেতার চাপের মুখে পড়ে পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে। বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে দুই যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে, ১৮ লাখের লাক্সারি গাড়িতে চেপে ছাগল চুরি করতে এসেছিল দুই চোর। দিনে-দুপুরে তারা এসে চুপিচুপি ছাগলটিকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। এলাকারই একটি মাংসের দোকানে ১২০ কেজি ওজনের ছাগলটি ২৭ হাজার টাকায় বিক্রি করে দেয়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মাত্র ১১০০ টাকা উদ্ধার করতে পেরেছে। বাজেয়াপ্ত করা হয়েছে লাক্সারি গাড়িটিও।

ছাগল চুরি ও তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বিজেপি নেতা ও তাঁর পরিবার।

 

Next Article