Chhatisgarh High Court: স্বামী প্রতিদিন রাত করে বাড়ি ফিরলে স্ত্রীর সন্দেহকে নিষ্ঠুরতা বলা যায় না: আদালত

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 29, 2023 | 10:08 PM

Chhatisgarh High Court: স্বামী-স্ত্রী পরস্পরের মধ্যে ন্যূনতম বিশ্বাস থাকা জরুরি। স্ত্রী কেবল স্বামীর পছন্দের লোকের সঙ্গে কথা বলবেন, এটা মনে করার কোনও কারণ নেই। এরপরই আদালত ওই ব্যক্তির এই বিবাহ-বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়।

Chhatisgarh High Court: স্বামী প্রতিদিন রাত করে বাড়ি ফিরলে স্ত্রীর সন্দেহকে নিষ্ঠুরতা বলা যায় না: আদালত
বিবাহ বিচ্ছেদের মামলায় বড় রায় দিল ছত্তীশগঢ় হাইকোর্ট।

Follow Us

রায়পুর: স্বামী যদি প্রতিদিন রাতে দেরি করে বাড়িতে ফেরেন, তাহলে স্ত্রীর মনে সন্দেহ আসা ‘স্বাভাবিক’। সেক্ষেত্রে স্ত্রীর এই আচরণকে কখনও ‘নিষ্ঠুরতা’ বলা যাবে না। এক রাজনৈতিক নেতার দায়ের করা মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছে ছত্তীশগঢ় হাইকোর্ট (Chhatisgarh High Court)।

আদালত সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে এক ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ ও নিষ্ঠুরতার অভিযোগ নিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হন। ওই ব্যক্তি হলফনামায় জানান, তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। প্রতিদিন দলের নানান কর্মসূচি, বৈঠক ইত্যাদি থাকে। তার জন্য প্রায়ই তাঁর বাড়ি ফিরতে রাত হয়। এটা নিয়ে তাঁর স্ত্রী সন্দেহ করেন এবং তাঁর চরিত্রের দিকে আঙুল তোলেন। স্ত্রীর এই আচরণ নিষ্ঠুর তকমা দিয়ে বিবাহ-বিচ্ছেদের আবেদনে আদালতের দ্বারস্থ ওই ব্যক্তি। পারিবারিক আদালত তাঁর আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। যদিও হাইকোর্টও তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।

ছত্তীশগঢ় হাইকোর্টের বিচারপতি গৌতম ভান্ডারি এবং বিচারপতি দীপককুমার তিওয়ারির ডিভিশন বেঞ্চ জানায়, স্বামী দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে স্ত্রীর সন্দেহ হওয়া স্বাভাবিক আচরণ এটা কোনও নিষ্ঠুরতা নয়। অন্যদিকে, ওই ব্যক্তির স্ত্রীও রাতে ভাই বা বন্ধুর সঙ্গে কথা বলেন এবং সেটা নিয়ে তিনিও স্ত্রীকে সন্দেহ করেন বলে আদালত জানতে পেরেছে। তার প্রেক্ষিতে আদালত জানায়, স্বামী-স্ত্রী পরস্পরের মধ্যে ন্যূনতম বিশ্বাস থাকা জরুরি। স্ত্রী কেবল স্বামীর পছন্দের লোকের সঙ্গে কথা বলবেন, এটা মনে করার কোনও কারণ নেই। এরপরই আদালত ওই ব্যক্তির এই বিবাহ-বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়।

Next Article