Kerala blast: কনভেনশন সেন্টারে বিস্ফোরণের তদন্তে বিশেষ দল গঠন পিনারাই বিজয়নের, সোমে সর্বদলীয় বৈঠক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 29, 2023 | 10:32 PM

Pinarayi Vijayan: কেরলে কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২। গুরুতর আহত হয়েছেন প্রায় ৪০ জন। ইতিমধ্যে এই বিস্ফোরণের তদন্তভার নিয়েছে এনআইএ। ঘটনাস্থলে গিয়েছে এনএসজি-র একটি দল।

Kerala blast: কনভেনশন সেন্টারে বিস্ফোরণের তদন্তে বিশেষ দল গঠন পিনারাই বিজয়নের, সোমে সর্বদলীয় বৈঠক
কনভেনশন সেন্টারে বিস্ফোরণে বিশেষ তদন্তকমিটি গঠন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

তিরুবনন্তপুরম: কেরলে কনভেনশন সেন্টারে বিস্ফোরণের (Blast) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২। গুরুতর আহত হয়েছেন প্রায় ৪০ জন। ইতিমধ্যে এই বিস্ফোরণের তদন্তভার নিয়েছে NIA। ঘটনাস্থলে গিয়েছে এনএসজি-র একটি দল। অন্যদিকে, রাজ্য পুলিশও দুর্ঘটনার তদন্তে নেমেছে। এবার এই বিস্ফোরণের তদন্তে ২০ সদস্যের একটি দল গঠন করলেন কেরলের মুখ্যমন্ত্রী (Kerala CM) পিনারাই বিজয়ন। পাশাপাশি সোমবার সর্বদলীয় বৈঠকের (All party meeting) ডাক দিয়েছেন তিনি।

কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, “কলমেশ্বরীতে যেটা ঘটেছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। বর্তমানে ৪১ জন হাসপাতালে ভর্তি , যার মধ্যে ২৭ জন এর্নাকুলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ও ৪ জনকে ছাড়া হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এডিজিপি (আইন ও শৃঙ্খলা) এই ঘটনার তদন্ত করছে, ২০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। আগামী কাল সর্বদলীয় বৈঠক ডেকেছি।”

এদিন সকালে প্রার্থনা চলাকালীন এর্নাকুলামে কনভেনশন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ হয়। পরে তদন্তে নেমে ঘটনাস্থল থেকে আইইডি বিস্ফোরণ পাওয়া যায়। এরপরই এটি জঙ্গি হামলা বলে চিহ্নিত করা হয়। যদিও এদিন রাত পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এই বিস্ফোরণের পরই কেরলের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই ঘটনার তদন্তভার এনআই-কে দিয়েছেন।

Next Article