Andhra Pradesh Train Accident Live: লাল সিগন্যাল ভাঙাতেই বিপত্তি, অন্ধ্রে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪

Sayanta Bhattacharya | Edited By: সোমনাথ মিত্র

Oct 30, 2023 | 4:04 PM

Train derailed: একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে আলামান্দা স্টেশনের কাছে। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। রেলের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে।

Andhra Pradesh Train Accident Live: লাল সিগন্যাল ভাঙাতেই বিপত্তি, অন্ধ্রে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি।
Image Credit source: Twitter

Follow Us

ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। এবার  অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় আলমান্দা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেন। একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কার জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

 

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Oct 2023 01:26 PM (IST)

    ওড়িশার বাহানাগা নাকি অন্ধ্রের কান্তাকাপল্লি, দুর্ঘটনার এই ভিডিয়ো দেখলে বোঝা দায়!

    একটি ট্রেনের ঘাড়ে উঠে গিয়েছে আরেকটি ট্রেন। দু’দিকেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলি। ওড়িশার বাহানাগা নাকি অন্ধ্র প্রদেশের কান্তাকাপল্লি, তা এক নজরে দেখে বোঝা মুস্কিল। চলতি বছরের জুন মাসে ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগায় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। দুটি ট্রেন ও মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ২৭৮ জন। আহত হয়েছিলেন আরও কয়েকশো মানুষ। বছর শেষে সেই দুর্ঘটনারই ছায়া অন্ধ্র প্রদেশে।

    বিস্তারিত পড়ুন: বগির উপর বগি, যেন মনে হচ্ছে বাচ্চাদের খেলনা পড়ে, দেখুন ভিডিয়ো

  • 30 Oct 2023 01:24 PM (IST)

    চালকের ভুলেই দুর্ঘটনা

    প্রাথমিক তদন্তেই জানানো হয়েছিল, যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh)। এবার রেল আধিকারিকরাও জানালেন, ট্রেনের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। ইস্ট কোস্ট রেলওয়ের এক শীর্ষ কর্তা জানান, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের  চালকই সিগন্যাল মানেননি। লাল সিগন্যাল থাকা সত্ত্বেও তিনি সিগন্যাল ভেঙে এগিয়ে যান।

    বিস্তারিত পড়ুন: আমলই দেননি লাল সিগন্যালে! চালকের ভুলেই অন্ধ্র প্রদেশে ঘটল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা


  • 30 Oct 2023 01:23 PM (IST)

    দুর্ঘটনার জেরে রুট পরিবর্তন

    রবিবার রাতে দুর্ঘটনার মুখে পড়ে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন। সিগন্যালিংয়ের ভুলে একই লাইনে চলে আসে দুটি ট্রেন। লাইনচ্যুত হয় একাধিক কামরা। দুর্ঘটনায় এখনও অবধি ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে আপাতত ওই লাইনে রেল চলাচল বন্ধ। দুর্ঘটনার জেরে হাওড়া-চেন্নাইগামী রুটে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। একাধিক ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। রুটও বদলে দেওয়া হয়েছে বহু ট্রেনের।

    বিস্তারিত পড়ুন: অন্ধ্রে রেল দুর্ঘটনার জেরে পরিবর্তিত প্রচুর ট্রেনের রুট ও সময়, জেনে নিন কোন ট্রেন চলছে?

  • 30 Oct 2023 08:17 AM (IST)

    মানুষের ভুলেই দুর্ঘটনা?

    রবিবার সন্ধে সাতটা নাগাদ সংঘর্ষ হয় বিশাখাপত্তনম-রায়গড় প্য়াসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের। সংঘর্ষের জেরে প্যাসেঞ্জার ট্রেনটির পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়। উল্টে যায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনও। পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুটি ট্রেন একই রুটে যাচ্ছিল। প্রাথমিত তদন্তে অনুমান, যান্ত্রিক ত্রুটি নয়, মানব ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ভুল সিগন্য়াল দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে।

    বিস্তারিত পড়ুন: যান্ত্রিক ত্রুটি নয়, অন্ধ্রের ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্তেই মিলল আসল কারণের আভাস

  • 30 Oct 2023 08:16 AM (IST)

    বাড়ছে মৃতের সংখ্যা

    অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-এ। আহত কমপক্ষে ৫০।

  • 29 Oct 2023 11:56 PM (IST)

    রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে টুইট মমতার

    অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর প্রশ্ন, ‘কবে ঘুম ভাঙবে রেলের?’

  • 29 Oct 2023 10:57 PM (IST)

    তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর

    দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের লাইনে কীভাবে পালাসা এক্সপ্রেস ট্রেনটি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকেরা। রেলমন্ত্রী নিজেও দুর্ঘটনাস্থলে যেতে পারেন।

  • 29 Oct 2023 10:49 PM (IST)

    অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন রেলমন্ত্রী

    প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় উদ্ধারকার্য চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, এই লাইনে সব প্যাসেঞ্জার ট্রেন সরানো হয়েছে, প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন রেলমন্ত্রী।

  • 29 Oct 2023 10:43 PM (IST)

    শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ভিজিনাগারাম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছেন তিনি।

  • 29 Oct 2023 09:36 PM (IST)

    হেল্পলাইন নম্বর চালু

    দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের পরিবারের কথা ভেবে ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে হেল্পলাইন  নম্বর চালু করা হয়েছে।

  • 29 Oct 2023 09:35 PM (IST)

    আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ জগন্মোহনের

    প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। অবিলম্বে দুর্ঘটনাগ্রস্ত কোচগুলি সরিয়ে হতাহতদের চিকিৎসার বন্দোবস্ত করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

  • 29 Oct 2023 09:27 PM (IST)

    আলমান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৬

    আলমান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। গুরুতর জখম কমপক্ষে ২৫ যাত্রী। ইস্ট কোস্ট রেলের তরফে খবরটি জানানো হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, দুর্ঘটনাগ্রস্ত একটা বগি এখনও তোলা সম্ভব হয়নি।