Andhra Pradesh Train Accident: যান্ত্রিক ত্রুটি নয়, অন্ধ্রের ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্তেই মিলল আসল কারণের আভাস

Signaling Error: রবিবার সন্ধে সাতটা নাগাদ সংঘর্ষ হয় বিশাখাপত্তনম-রায়গড় প্য়াসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের। সংঘর্ষের জেরে প্যাসেঞ্জার ট্রেনটির পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়। উল্টে যায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনও। 

Andhra Pradesh Train Accident: যান্ত্রিক ত্রুটি নয়, অন্ধ্রের ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্তেই মিলল আসল কারণের আভাস
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 6:30 AM

ভিজিনাগারম: অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনায় (Andhra Pradesh Train Accident) বাড়ছে মৃতের সংখ্যা। রেল সূত্রে খবর, রবিবার রাতের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। আহত কমপক্ষে ৩২। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রবিবার রাতেই তিনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগ্নমোহন রেড্ডি(Jagan Mohan Reddy)-কে ফোন করেন এবং উদ্ধারকাজে কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

কীভাবে  ঘটল দুর্ঘটনা?

রবিবার সন্ধে সাতটা নাগাদ সংঘর্ষ হয় বিশাখাপত্তনম-রায়গড় প্য়াসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের। সংঘর্ষের জেরে প্যাসেঞ্জার ট্রেনটির পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়। উল্টে যায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনও।

পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুটি ট্রেন একই রুটে যাচ্ছিল। প্রাথমিত তদন্তে অনুমান, যান্ত্রিক ত্রুটি নয়, মানব ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ভুল সিগন্য়াল দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে।  কান্তাকাপাল্লি ও আলমাত্তি স্টেশনের মাঝে ওই প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে ছিল। সেই সময়ই পিছন থেকে এসে ধাক্কা মারে পালাসা এক্সপ্রেস ট্রেন।

দুর্ঘটনার পরই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির সঙ্গেও ফোনে কথা হয় তাঁর। মুখ্যমন্ত্রী জানান, পুলিশ-প্রশাসন ও স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বিশাখাপত্তনম থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে। আশেপাশের হাসপাতালগুলিতেও চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও বলেন, “উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী উদ্ধারকাজের উপরে নজর রাখছেন। আমার সঙ্গে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”