India-China Clash: ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত ১৫ স্থানের নতুন নামকরণ চিনের, তীব্র বিরোধিতা নয়া দিল্লির

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 31, 2021 | 4:37 PM

India-China Conflict: নতুন বছরের শুরু থেকেই নতুন সীমান্ত নীতি লাগু করতে চলেছে চিন। তার ঠিক আগেই এই ধরনের নামকরণ দিল্লিকে চিন্তায় ফেলেছে। অক্টোবর মাসেই নয়া সীমান্ত নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।

India-China Clash: ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত ১৫ স্থানের নতুন নামকরণ চিনের, তীব্র বিরোধিতা নয়া দিল্লির
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: রাত পোহালেই নতুন বছর। তার আগেই নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ল ভারত ও চিন। বেশ কিছুদিন ধরেই লাদাখ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তাপের আবহ বর্তমান। তার মধ্যেই অরুণাচল প্রদেশের ১৫ টি জায়গার সরকারিভাবে নতুন নামকরণ করলো চিনা প্রশাসন। চিনের অসামরিক বিষয়ক মন্ত্রকের তরফে, বৃহস্পতিবার এই নামকরণ করা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট জায়গাগুলিকে চিনের মানচিত্রের অন্দরে দেখানো হয়েছে।

স্বাভাবিকভাবেই এই দাবির তীব্র প্রতিক্রিয়া এসেছে নয়া দিল্লির তরফে। বিদেশমন্ত্রক জানিয়েছে, বেজিংয়ের এই ধরনের দাবিতে কিছুই যায় আসে না। অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য’ অঙ্গ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, “ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করা চিনের তরফে এই প্রথম নয়। ২০১৭ সালেও একই কায়দায় অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশের নামকরণ করেছিল বেজিং। সবসময়ের মতোই অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। বিভিন্ন রকম নামকরণ করে বাস্তবকে বদলানো সম্ভব নয়।”

দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে এসেছে চিন। ২০১৭ সালেও অরুণাচল প্রদেশের নতুন করে নামকরণ করেছিল চিন। সেই সময় রাজ্যের ছটি জায়গার নামকরণ করা হয়েছিল। দলাই লামার অরুণাচল প্রদেশ সফরের পর প্রতিশোধ চরিতার্থ করতেই ওই পদক্ষেপ নিয়েছিল বেজিং।

নতুন বছরের শুরু থেকেই নতুন সীমান্ত নীতি লাগু করতে চলেছে চিন। তার ঠিক আগেই এই ধরনের নামকরণ দিল্লিকে চিন্তায় ফেলেছে। অক্টোবর মাসেই নয়া সীমান্ত নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। ভারতের তরফে জানানো হয়েছিল এই ধরনের একতরফা সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

উল্লেখ্য, লাদাখ নিয়ে দুই দেশের মধ্যেই বিগত কয়েক বছর ধরে উত্তেজনা চলছে। এমন গালোয়ান ভ্যালিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কিছু সেনা প্রাণ হারিয়েছিলেন। সম্প্রতি, লাদাখ ইস্যুকে কেন্দ্র করে চীনের সঙ্গে সম্পর্কের অবনতির কথা স্বীকার করে নিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অরুনাচল প্রদেশ নিয়ে চিনের এই নতুন দাবি দু’দেশের সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

আরও পড়ুন Ashraf Ghani on Fleeing Afghanistan: ‘বলির পাঁঠা হয়েছিলাম আমি’, কেন ২ মিনিটেই আফগানিস্তান ছেড়েছিলেন, জানালেন ঘানি

আরও পড়ুন Ludhiana Blast: মিলেছে সূত্র, লুধিয়ানা কোর্ট বিস্ফোরণ কাণ্ডে জার্মানি পাড়ি দিচ্ছেন এনআইএ আধিকারিকরা

 

Next Article