গান্ধীনগর: কনকনে ঠান্ডায় মর্মান্তিক পরিণতি হলো ছাত্রীর। শ্রেণিকক্ষের মধ্যেই মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রীর। কনকনে ঠান্ডার জেরে হার্ট ব্লক হয়েই ছাত্রীটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম রিয়া। রাজকোটের এক সরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল রিয়া। অন্যান্য দিনের মতো এদিন সকালেও স্কুলের প্রার্থনায় যোগ দেয় রিয়া। তারপর ক্লাস চালু হওয়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎ করেই সে অচৈতন্য হয়ে পড়ে। এরপর স্কুলের তরফেই সঙ্গে সঙ্গে রিয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই ছাত্রীটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, রিয়া এদিন যে পোশাক পড়েছিল সেটি ছিল খুবই পাতলা। গুজরাটের কনকনে ঠান্ডা ওই পোশাকের দ্বারা আটকানোর সম্ভব ছিল না। অতিরিক্ত শীতে শরীর ঠান্ডা হয়ে গেলে রক্ত জমাট বেধে যায়। যার পরিণতি হার্ট অ্যাটাক। রিয়ার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে। পর্যাপ্ত শীতের পোশাক না থাকার জন্য ছাত্রীদের হার্ট ব্লক হয়েই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অষ্টম শ্রেণির ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুর পর ছাত্রীটির পরিবার সহ স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। অনেক ছাত্রছাত্রী সহ তাদের পরিবারের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।
রিয়ার মৃত্যুর পর নড়েচড়ে বসেছে গুজরাট সরকার। পড়ুয়ারা ঠান্ডায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় যাতে পরতে পারে, সে ব্যাপারে এবার উদ্যোগ নিয়েছে সরকার।
অন্যদিকে, কনকনে ঠান্ডায় ছাত্রীর মর্মান্তিক পরিণতির পর স্কুল চালুর সময় পিছোনোর দাবি তুলেছে কংগ্রেস। গুজরাট কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশী বলেন, “সকালের স্কুল চালু হওয়ার সময় ৭টা থেকে পিছিয়ে ৮টা করা উচিত।”