Coimbatore: গেলেন আয়ুর্বেদিক ম্যাসাজ নিতে, তোলা হল নগ্ন ছবি! ইজ্জত যাওয়ার ভয়ে উড়েছে রাতের ঘুম

কোয়েম্বাটোরের এক বেসরকারি হোটেলে আয়ুর্বেদিক ম্যাসাজ নিতে গিয়ে চরম বিপাকে পড়লেন ৬৩ বছরের এক প্রৌঢ়। তাঁর নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার হুমকি দিয়ে চাওয়া গল ৫ লক্ষ টাকা।

Coimbatore: গেলেন আয়ুর্বেদিক ম্যাসাজ নিতে, তোলা হল নগ্ন ছবি! ইজ্জত যাওয়ার ভয়ে উড়েছে রাতের ঘুম
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 9:00 AM

কোয়েম্বাটোর: গিয়েছিলেন আয়ুর্বেদিন ম্যাসাজ নিতে। এখন সোশ্যাল মিডিয়ায় তাঁর মগ্ন ছবি না ফাঁস হয়ে যায়, সেই ভয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে প্রৌঢ়ের। পুলিশের কাছে ওই ৬৩ বছরের প্রৌঢ় অভিযোগ করেছেন, এক হোটেলের ঘরে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর নগ্ন ভিডিয়ো তুলেছে। তারা হুমকি দিয়েছে, ৫ লক্ষ টাকা না দিলে, ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া হবে। তবে, পুলিশের সহায়তা নিয়েছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে, নগ্ন ভিডিয়ো দিয়ে ব্ল্যাকমেল করে তোলা আদায়ের চেষ্টা করার অভিযোগে তিন সদস্যের ওই গ্যাংয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে।

কোয়েম্বাটোরের কাট্টুর থানার পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে রেসকোর্সের এলাকার বাসিন্দা ডি প্রভাকর গান্ধীপুরমের একটি হোটেলে আয়ুর্বেদিক ম্যাসেজ নিতে গিয়েছিলেন। তাঁর অভিযোগে ডি প্রভাকর বলেছেন, হোটেলের এক প্রাইবেট রুমে এক মহিলা তাঁকে ম্যাসাজ করছিলেন। আচমকা তিন দুষ্কৃতী ওই ঘরে হানা দেয়। তারা অভিযোগ করে, প্রভাকর ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই অভিযোগ করে জোর করে প্রভাকরের সব জামা-কাপড় খুলে নেওয়া হয়। একেবারে নগ্ন অবস্থায় দাঁড় করিয়ে তাঁর ভিডিয়ো রেকর্ড করা হয়। এরপর, তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। না দিলে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে বলে হুমকি দেওয়া হয়। প্রভাকর জানান, তাঁর কাছে সেই মুহূর্তে ওই বিপুল পরিমাণ অর্থ নেই। তখন ওই গ্যাংয়ের সদস্যরা প্রভাকরের কাছ থেকে ১০০০ টাকা নগদ এবং একটি এটিএম কার্ড কেড়ে নেয়। ৫ লক্ষ টাকা দিতে ব্যর্থ হলে ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ করা হবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।

ওই গ্যাং সদস্যরা চলে যাওয়ার পর প্রভাকর কাট্টুর থানায় এসে ওই অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন প্রাসঙ্গিক ধারায় অনুপ্রবেশ, ইচ্ছাকৃত আঘাত করা, তোলাবাজি এবং ভয়ানক পরিণতির হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে। এক পুলিশ কর্তা বলেছেন, ‘এই বিষয়ে আমরা তদন্ত করা শুরু করেছি। ওই বেসরকারি হোটেল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে ওই তিন দুষ্কৃতীকে শনাক্ত করার কাজ চলছে। আমরা শীঘ্রই তিন সদস্যের গ্যাংটিকে গ্রেফতার করব।’