নয়া দিল্লি: সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election 2022)। এদিকে দেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19)। এই পরিস্থিতিতেই ভার্চুয়াল বৈঠকের (Virtual Meeting) ডাক দিল কংগ্রেস (Congress)। আজ, ৮ জানুয়ারি থেকে আগামী ১০ জানুয়ারি অবধি এই ভার্চুয়াল বৈঠক চলবে। জন সচেতনতা প্রচার, চাকরি সঙ্কট ও দলের অন্দরে প্রেসিডেন্ট পদের নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। দলের সাধারণ সম্পাদক ও প্রত্যেকটি রাজ্যের দলীয় সভাপতি এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
বিগত দুই বছর ধরেই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হলেও, কখনও করোনা সংক্রমণ, কখনও আবার বিধানসভা নির্বাচনের জন্য তা পিছিয়ে গিয়েছে। তবে সূত্রের খবর, এবার দলের তরফে নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন হবে। তার আগে আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত রাজ্যে সদস্য যোগদান পর্ব শেষ করতে হবে।
কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের সভাপত্ মধুসূদন মিস্ত্রি বলেন, “দলের অন্দরে নির্বাচন নির্দিষ্ট সময়েই শেষ হবে। বর্তমানে দিল্লিতে কার্ফু চলছে, তাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই যাবতীয় বৈঠক হবে।ট”
দলীয় সূত্রে খবর, আগামী ৩১ মার্চের মধ্যে সদস্য় যোগদানের কর্মসূচি শেষ হবে। কংগ্রেসের নতুন প্রতিনিধি কারা হবেন, তা এপ্রিল-মে মাসের মধ্যেই বেছে নেওয়া হবে। কংগ্রেস কমিটির সদস্য নির্বাচন আগামী অগস্টের মধ্য়েই শেষ হবে। জানা গিয়েছে, নতুন কংগ্রেস কমিটিতে প্রায় ৯ হাজারের মতো সদস্য থাকবে। এরপর আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই জাতীয় সভাপতি নির্বাচন করা হবে।
জানা গিয়েছে, ৮ থেকে জানুয়ারি কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal) সমস্ত রাজ্যের কংগ্রেস কমিটির প্রধান ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।
৮ জানুয়ারি উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, ওড়িশা, তেলঙ্গনা, হরিয়ানা, জম্মু-কাশ্মীরের কংগ্রেস কমিটির প্রধান ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হবে।
৯ জানুয়ারি মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, কর্নাটক, দিল্লি, গুজরাট, রাজস্থান, ছত্তীসগঢ়, কেরল, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও গোয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হবে।
১০ জানুয়ারি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কেসি বেণুগোপাল।
সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে প্রত্যেক রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের কী প্রস্তুতি, তা খতিয়ে দেখা হবে। এছাড়া রাজ্যের করোনা পরিস্থিতি, সদস্য যোগদান কর্মসূচি, জন জাগরণ অভিযান, ভার্চুয়াল-ডিজিটাল অভিযান কেমন চলছে, তা খতিয়ে দেখা হবে।