কাবুল: তালিবানের (Taliban) হাতে ক্ষমতা হস্তান্তরের পরই চরম সঙ্কটের মধ্যে রয়েছেন আফগানিস্তান(Afghanistan)-র বাসিন্দারা। খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, কিছুই মিলছে না। কার্যত ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত, কাবুলে পাঠানো হল ২ টন জীবনদায়ী ওষুধ (Medicines)। শুক্রবারই জীবনদায়ী ওষুধগুলি নিয়ে কাবুলের উদ্দেশে রওনা দেয় বিশেষ বিমান। এই নিয়ে তৃতীয় দফায় সাহায্য পাঠাল ভারত।
গত মাস থেকে প্রবল শৈতপ্রবাহ শুরু হয়েছে আফগানিস্তানে। এমনিতেই দেশে চরম খাদ্যাভাব, আর্থিক কষ্ট রয়েছে। ক্ষমতা হস্তান্তরের পর লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায়, দেশের চিকিৎসা পরিকাঠামোও ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতেই আফগানিস্তানের কাবুলে ২ টন ওষুধ পাঠানো হল।
বর্তমানে ভারতের সঙ্গে আফগানিস্তানের সরাসরি কোনও বিমান না থাকায় ভায়া দুবাই হয়ে ওই ওষুধ পাঠানো হয়েছে। আফগানিস্তানে উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের হাতে সেই ওষুধ তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কাবুলে ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে এই ওষুধগুলি ব্যবহার করা হবে।
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “আফগানিস্তানের মানুষদের প্রতি মানবিক সহায়তার অংশ হিসাবে ভারতের তরফে তৃতীয় দফায় মোট ২ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হল আফগানিস্তানে। কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালে এই ওষুধ তুলে দেওয়া হয়েছে।”
এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ভারতের তরফে আফগানিস্তানে যে ৫ লক্ষ করোনা টিকা পাঠানো হয়েছে, সে কথাও স্বীকার করে নেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চিকিৎসা সামগ্রীর পাশাপাশি খাদ্যশস্যও পাঠানো হবে বলে জানানো হয়েছে।
তালিবানের তরফেও ভারতের এই সাহায্যকে স্বাগত জানানো হয়েছে। তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ টুইট করে লেখেন, “মানবিক সহযোগিতা ও সহায়তার জন্য ভারতের কাছে কৃতজ্ঞ ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান।”
শুক্রবার সকালে তালিবানের তরফে আরেকটি টুইটে জানানো হয়, “কয়েকদিন আগে ভারত যে ৫ লক্ষ করোনা টিকা সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছিল, তা পৌঁছেছে।”
১ জানুয়ারিই ভারপতের তরফে ইরানের মহান এয়ারে ৫ লক্ষ করোনা টিকা কাবুলে পাঠানো হয়েছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৫ লক্ষ টিকা পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর ভারত সরকারের তরফে একটি বিশেষ চার্টাড বিমানে ৮৫ জন আফগানিস্তানের বাসিন্দাকে ফেরত পাঠানো হয়। ওই বিমানেই ১.৬ টন ওষুধও পাঠানো হয়েছিল। ওই বিমানে করে ভারতে ফিরে আসেন আফগানিস্তানে আটকে থাকা ১০৪ জন। এদের মধ্যে অধিকাংশই আফগান শিখ ও হিন্দু ছিলেন বলে জানা গিয়েছে।