Opposition Meeting: বেঙ্গালুরুর বৈঠকে আমন্ত্রণ পেল আপ-ও, বিরোধীদের বিশেষ নৈশভোজে ডাকলেন সনিয়া

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 12, 2023 | 10:50 AM

Congress:কংগ্রেসের তরফে মোট ২৪টি বিরোধী দলকে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে আম আদমি পার্টিও রয়েছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী-উভয়ই এই বৈঠকে যোগ দেবেন।

Opposition Meeting: বেঙ্গালুরুর বৈঠকে আমন্ত্রণ পেল আপ-ও, বিরোধীদের বিশেষ নৈশভোজে ডাকলেন সনিয়া
ফাইল চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: একের পর এক রাজনৈতিক দলে ভাঙন, মত পার্থক্য়ের জেরে দূরত্ব বাড়ছে বিরোধী দলগুলির মধ্যেও। তবুও এখনই বিরোধী জোটের আশা ছাড়তে নারাজ সকলে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিরোধী সমমনস্ক দলগুলি। গত জুন মাসেই বিহারের পটনায় বিরোধীরা বৈঠকে বসেছিল। সেই বৈঠকে বিরোধী জোটের ভবিষ্যৎ চূড়ান্ত না হওয়ায়, আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। এবারের বৈঠকের প্রতিনিধিত্ব করবে কংগ্রেস। সূত্রের খবর, আম আদমি পার্টি সহ মোট ২৪টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধীদের জন্য একটি বিশেষ নৈশভোজেরও আয়োজন করছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

আগামী ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী জোটের বৈঠক। প্রথমে হিমাচল প্রদেশের সিমলায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে সেই বৈঠকের স্থান বদল করে বেঙ্গালুরু স্থির করা হয়। গত বৈঠকের প্রতিনিধিত্ব করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। এবার বিরোধী জোটের বৈঠকের দায়িত্ব তাই দেওয়া হয়েছে কংগ্রেসকে।

সম্প্রতিই দিল্লি অধ্য়াদেশ নিয়ে আম আদমি পার্টির সঙ্গে কেন্দ্রের যে বিরোধ শুরু হয়েছে, তাতে সমস্ত বিরোধী দলকে পাশে চেয়েছিল আম আদমি পার্টি। তৃণমূল কংগ্রেস, ভারতীয় রাষ্ট্রীয় দল সহ একাধিক বিরোধী দল সমর্থন জানালেও, বেঁকে বসেছিল কংগ্রেস। তারা জানিয়েছিল, এটা সংসদে আলোচ্য বিষয়। অধিবেশন শুরুর সময়ই এই বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরেই আপ-কংগ্রেসের বিরোধ শুরু হয়। তখন থেকেই জল্পনা ছিল যে বিরোধী জোটের পরবর্তী বৈঠকে হয়তো আম আদমি পার্টি সামিল হবে না।

তবে এ দিন জানা যায়, কংগ্রেসের তরফে মোট ২৪টি বিরোধী দলকে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে আম আদমি পার্টিও রয়েছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী-উভয়ই এই বৈঠকে যোগ দেবেন। সূত্রের খবর, বৈঠকের আগেরদিন অর্থাৎ ১৭ জুলাই বিরোধীদের জন্য একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে। সমস্ত দলকে ওই নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

Next Article