Ghulam Nabi Azad Meets Sharad Pawar: জল্পনা বাড়িয়ে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন গুলাম নবি আজাদ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 31, 2022 | 10:41 AM

Ghulam Nabi Azad Meets Sharad Pawar: জি-২৩ নেতা হিসেবে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। এবার সেই আজাদই দেখা করলেন এনসিপি নেতার সঙ্গে।

Ghulam Nabi Azad Meets Sharad Pawar: জল্পনা বাড়িয়ে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন গুলাম নবি আজাদ
পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ আজাদের

Follow Us

কলকাতা: সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের বিক্ষুব্ধ নেতারা। সেই বিক্ষুব্ধ নেতাদের নিয়ে তৈরি জি-২৩ -র অন্যতম নেতা গুলাম নবি আজাদ এবার দেখা করলেন এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে। বুধবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন আজাদ। কয়েক দিন আগেই কংগ্রেসের একটি বৈঠকে প্রশ্ন তুলেছিলেন জি-২৩ নেতারা। আর এরই মধ্যে শরদ পাওয়ারের সঙ্গে এই সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা। যখনও বিজেপি বিরোধী জোট তৈরির প্রশ্ন ওঠে, তখনই তার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন শরদ পাওয়ার। তাই তাঁর সঙ্গে বিক্ষুব্ধ কংগ্রেস নেতা, কেন দেখা করলেন, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

মহারাষ্ট্র সরকারে কংগ্রেস ও শিব সেনার সঙ্গে জোটে রয়েছে এনসিপি। বিজেপি যাতে কোনওভাবেই সরকার গঠন করতে না পারে, তার জন্যই এই জোট তৈরি হয়েছিল। তবে এনসিপি সুপ্রিমোর সঙ্গে দেশের বেশির ভাগ বিরোধী দলেরই সুসম্পর্ক রয়েছে। তৃণমূলও বিভিন্ন সময়ে বৈঠক করেছে শরদ পাওয়ারের সঙ্গে। আর এবার তাঁর সঙ্গেই দেখা করলেন গুলাম নবি আজাদ।

উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর পরপর দুবার বৈঠকে বসেছিলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা। রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বাড়িতেও বৈঠক বসেছিল সেই সময়। আজাদের বাড়িতে ভূপিন্দর হুডার পাশাপাশি হাজির ছিলেন আনন্দ শর্মা, কপিল সিব্বলরাও।

নেতৃত্বে বদল আনার দাবি যেমন একদিকে জানিয়েছিলেন তাঁরা। সেই সঙ্গে তাঁদের দাবি ছিল, কংগ্রেস হাই কমান্ড কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে জানাতে হবে বাকি নেতাদের। ১৮ জন কংগ্রেস নেতার স্বাক্ষরিত বিবৃতিতে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব’-এর বার্তা দেওয়া হয়। সোজাসুজি গান্ধীদের পদ ছাড়তেও বলেছিলেন কপিল সিব্বল।

আরও পড়ুন: IIT Kanpur research: একটা ইনজেকশনেই শরীরে গজাবে ক্ষয়ে যাওয়া ‘হাড়’, বিপ্লব ঘটালেন আইআইটি-র অধ্যাপক

আরও পড়ুন: Nitish Kumar: ‘যারা মদ খান, তারা ভারতীয় নন…’, বিষমদ কাণ্ড নিয়ে চটলেন মুখ্যমন্ত্রী

Next Article