নয়া দিল্লি: কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবিতে এবার ব্রিটিশ শাসনের সময়কালের তুলনা টানলেন কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ (Gulam Nabi Azad)। সরকারের কাছে বিতর্কিত আইন প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, “ব্রিটিশ শাসনকালেও একবার আইন প্রত্যাহার করা হয়েছিল।”
বাজেট পেশের পর মঙ্গলবার রাজ্যসভার প্রথমদিনের অধিবেশনই স্থগিত করে দেওয়া হয় বিরোধী দলের সাংসদদের প্রতিবাদে। বিগত দুই মাসেরও বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভা উত্তাল হয়ে ওঠায় বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দেন বেঙ্কাইয়া নাইডু। তবে বিরোধীদের দাবি মেনেই আজ সারাদিন ধরেই কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে।
অধিবেশন চলাকালীন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ আইন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে বলেন, “ব্রিটিশ আমলেও একবার কৃষি আইন প্রত্যাহার করা হয়েছিল। অহংবোধ সরিয়ে রেখে আইন প্রত্যাহার করুন।” একইসঙ্গে প্রজাতন্ত্র দিবসের ঘটনার পর থেকেই যাঁরা নিখোঁজ, তাঁদের খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীকে একটি কমিটি গঠন করার অনুরোধও করেন।
আরও পড়ুন: বিক্ষোভের মুখে পড়ে ভারতের সঙ্গে চুক্তি বাতিল শ্রীলঙ্কার, বিকল্প প্রস্তাবে সায় নেই নয়া দিল্লির
আন্দোলনকারীদের সমর্থন জানালেও ট্রাক্টর মিছিল (Tractor Rally) ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার সমর্থন করেন না বলেই জানান কংগ্রেস নেতা। প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, “ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।”
গাজিপুর সীমান্তে আন্দোলনকারী কৃষকদের রুখতে প্রশাসনের তরফে যে সুরক্ষা বেষ্টনী তৈরি করা হয়েছে, তার সমালোচনা করে সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব বলেন, “আমি পাকিস্তান সীমান্ত দেখেছি। গাজিপুর সীমান্তে যেধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পাকিস্তান সীমান্তেও করা হয়নি।”
বিরোধীদের তরফে আইন প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হলেও বিজেপির রাজ্যসভার সদস্য বিজয়পাল সিং তোমার কৃষি আইনের সমর্থনেই কথা বলেন।
আরও পড়ুন: কৃষক আন্দোলনে বিদেশি তারকাদের সমর্থনে ‘সংবেদনশীল’ বার্তা কেন্দ্রের