Rahul Gandhi: ‘মায়ের থেকে পাওয়া ভালবাসা দিয়েই দেশকে বাঁধতে চাই’, আবেগঘন পোস্ট শেয়ার করে বার্তা রাহুলের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 24, 2022 | 2:32 PM

গোটা দেশের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়ে এক সূত্রে সকল দেশবাসীকে বাঁধতে চান সনিয়া-তনয়। এদিন একতার বার্তা দিতে দিল্লির নিজামউদ্দিন মাজারে গিয়ে চাদরও চড়ান রাহুল গান্ধী।

Rahul Gandhi: মায়ের থেকে পাওয়া ভালবাসা দিয়েই দেশকে বাঁধতে চাই, আবেগঘন পোস্ট শেয়ার করে বার্তা রাহুলের
একফ্রেমে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। (ফাইল ছবি, সৌজন্য: টুইটার)

Follow Us

নয়া দিল্লি: মায়ের থেকে পাওয়া ভালবাসা দিয়েই গোটা দেশকে বাঁধতে চান সনিয়া-তনয়। ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশের পরই মা, সনিয়া গান্ধীর সঙ্গে নিজের একটি আবেগঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই লিখেছেন রাহুল গান্ধী। মায়ের সঙ্গে ছেলের যেরকম আবেগপূর্ণ বন্ধন থাকে, ঠিক সেই ভাবেই গোটা দেশের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়ে এক সূত্রে সকল দেশবাসীকে বাঁধতে চান সনিয়া-তনয়। এদিন একতার বার্তা দিতে দিল্লির নিজামউদ্দিন মাজারে গিয়ে চাদরও চড়ান রাহুল গান্ধী।

এদিন সকালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশ করেছে। সেই যাত্রায় সামিল হয়েছেন সনিয়া গান্ধীও। তারপরই ভারত জোড়ো যাত্রায় সামিল সনিয়া গান্ধীর সঙ্গে তাঁর নিজের একটি আবেগপূর্ণ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল গান্ধী। ছবিটিতে দেখা যাচ্ছে, ভারত জোড়ো যাত্রার মাঝেই সনিয়া গান্ধীকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন ছেলে, রাহুল গান্ধী। এই ছবিটিরই শিরোনামে কংগ্রেস সাংসদ লিখেছেন, “যে ভালবাসা এনার (সনিয়া গান্ধী) থেকে পেয়েছি, সেটা দিয়েই গোটা দেশকে বাঁধতে চাই।”

বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর এই মন্তব্য যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলা বাহুল্য। এদিন ভারত জোড়ো যাত্রায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাহুলের পোস্ট করা ছবিটিতে যেমন সনিয়া গান্ধীকে পিছন থেকে তাঁকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, তেমনই মা ও ছেলের আলিঙ্গনের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। আবার একটি ছবিতে দেখা যাচ্ছে, ভারত জোড়ো যাত্রার মাঝে মায়ের কাঁধে হাত রেখে তাঁর সঙ্গে কিছু আলোচনা করছেন রাহুল গান্ধী। মা-ছেলের এরকম আবেগঘন মুহূর্তের ছবি ও দেশবাসীকে ভালোবাসা দিয়ে বাঁধার যে মন্তব্য রাহুল গান্ধী করেছেন সেটা যে সহজেই দেশবাসীর মন কাড়বে, তা বলা বাহুল্য।

প্রসঙ্গত, গোটা দেশকে একসূত্রে বাঁধার শপথ নিয়ে গত সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য ঘুরে এদিন সকালেই রাজধানীতে প্রবেশ করে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। ইতিমধ্যে প্রতিটি রাজ্য থেকে বিশেষ সাড়া পেয়েছেন রাহুল গান্ধী। তারকা থেকে শুরু করে শিল্পপতি সহ বহু রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তি রাহুলের ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন। এদিন দিল্লিতে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করতেই সেই যাত্রায় সামিল হয়েছেন ইউপিএ সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি বেশ কয়েক মিনিট রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটেন। এছাড়া প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং তাঁর স্বামী রবার্ট বঢরাও এদিন ভারত জোড়ো যাত্রায় পা মেলান।

অন্যদিকে, এদিন সকালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা হরিয়ানা থেকে দিল্লিতে পৌঁছয়। বদরপুর সীমান্তের কাছে দলীয় নেতা-কর্মীরা রাহুল গান্ধী সহ ভারত জোড়ো যাত্রা করে আগত সকলকে সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান। এদিন সন্ধ্যায় লালকেল্লার কাছে পৌঁছবে রাহুলের এই ভারত জোড়ো যাত্রা।

যদিও বর্তমানে চিন, জাপান সহ বিভিন্ন দেশে কোভিড পরিস্থিতির উপর নজর রেখে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় জমায়েত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদরা। হয় যাত্রা বন্ধ করা নয়তো কোভিড-বিধি মেনে চলার জন্য রাহুল গান্ধীকে চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী যেভাবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাড়া পেয়েছেন, তাতে ভয় পেয়ে ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে এটা বিজেপির চক্রান্ত। যদিও এখনও পর্যন্ত ভারত জোড়ো যাত্রা বন্ধ করার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি রাহুল গান্ধী।

Next Article