Rahul Gandhi: পঞ্জাব কংগ্রেসে চলছে চুলোচুলি, রাহুল তবু কেরল সফরে!

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Sep 29, 2021 | 12:30 PM

Congress: ভোটের আগে পঞ্জাব কংগ্রেসে যখন সঙ্কট তৈরি হয়েছে রাহুল গান্ধী তখন উড়ে গেলেন কেরলে (Kerala)!

Rahul Gandhi: পঞ্জাব কংগ্রেসে চলছে চুলোচুলি, রাহুল তবু কেরল সফরে!
রাহুল গান্ধী । ফাইল ছবি

Follow Us

দেশ: বিগত এক মাস ধরে পঞ্জাব (Punjab) কংগ্রেসে (Congress) যে টানাপোড়েন চলছে, তাতে নতুন মোড় এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)-র ইস্তফার পর। ভোটের আগে পঞ্জাব কংগ্রেসে যখন সঙ্কট তৈরি হয়েছে রাহুল গান্ধী তখন উড়ে গেলেন কেরলে (Kerala)। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল এখন কোঝিকোড় ও মলাপ্পুরমে একাধিক প্রকল্পের সূচনাকল্পে তিনি কেরলে বলে দলীয় সূত্রে খবর।

যদিও রাহুলের এই সফরের আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না। সূত্র মারফত খবর, আবার বৃহস্পতিবার সকালে তিনি কেরল থেকে দিল্লি ফিরবেন। এদিকে পঞ্জাবে কংগ্রেসে সঙ্কট তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নভজ্যোত সিং সিধুর সঙ্গে মনোমালিন্য চলার পর গত সপ্তাহেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নভজ্যোত সিং সিধুকে বেছে নেওয়া হবে বলে মনে করা হলেও শেষমুহূর্তে শীর্ষ নেতৃত্ব স্থির করে, সিধু নন, মুখ্যমন্ত্রী হবেন চরণজিৎ সিং চন্নি। দলের মধ্যে যখন এমন অবস্থা, তখন কী হবে বলতে পারছে না।

এখন রাহুল গান্ধীর সফরের এই সময় নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন সনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দু’জনেই দিল্লি থেকে এখন দূরে রয়েছেন এবং পঞ্জাবে কংগ্রেসে রীতিমতো যুদ্ধ চলছে।  এদিকে কংগ্রেস নেতৃত্ব অবশ্য পঞ্জাব নিয়ে বিশেষ চিন্তিত নন। সিধু এবং রাজিয়া সুলতানার পদত্যাগের পরও তাঁরা বলছেন সব ঠিকই আছে!

গত মঙ্গলবার সন্ধ্যায় চন্ডীগঢ়ে পঞ্জাব মন্ত্রিসভার মিটিং হয়েছে। বুধবার সকালেও একটি বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। পঞ্জাব কংগ্রেসের সাধারণ সম্পাদক পারগত সিংকে দেওয়া হয়েছে বিদ্রোহী সিধুকে ‘শান্ত’ করার ভার। কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা কেসি বেণুগোপাল বলছেন, পঞ্জাব নিয়ে চিন্তা করার কিছুই নেই। সব ঠিক হয়ে যাবে। সিধু তাঁর সিদ্ধান্তে অনড় থাকলে প্ল্যান বি-ও রেডি আছে বলে দাবি তাঁদের। বিভিন্ন সূত্রে ইঙ্গিত, কোনও কিছুতে কাজ না হলে ফতেগঢ় সাহিবের বিধায়ক কুলজিৎ সিং নাগর অথবা, লুধিয়ানার সাংসদ রবনীত সিং বিট্টুর মধ্যে একজনকে সিধুর স্থলাভিষিক্ত হিসাবে নির্বাচিত করা হবে।

এদিকে সিধু ঘনিষ্ট হিসাবে পরিচিত রাজ়িয়ার বক্তব্য, “নভজ্যোতের মতো মানুষ হয় না। তিনি অত্যন্ত নীতিবান। পঞ্জাবের জন্য লড়াই করে এসেছেন।”  আর সিধুর ইস্তফার পরই তাঁকে কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া নিয়ে কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। টুইটারে তিনি লেখেন, “আমি আপনাদের আগেই বলেছিলাম…উনি (নভজ্যোত সিং সিধু) একেবারেই সুস্থির নন। আর পঞ্জাবের মতো সীমান্তবর্তী একটি রাজ্যের দায়িত্ব সামলানোর জন্য তিনি মানানসই-ও নন।” এসব ঝামেলার মধ্যে রাহুল গান্ধী এখন কেরলে। যা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: Punjab: একের পর এক ইস্তফা! বড় বিপর্যয় রুখতে তড়িঘড়ি বৈঠকের ডাক নয়া মুখ্যমন্ত্রীর

Next Article