AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: ‘প্রধানমন্ত্রী সংসদে বলুন, ট্রাম্প মিথ্যেবাদী’, সরব রাহুল

Rahul Gandhi: অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় এদিন সংসদে রাহুল গান্ধী বলেন, "অপারেশন সিঁদুরের সময় সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল বিরোধীরা।" এরপরই কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, "আপনি পাকিস্তানে পাঠালেন। আর আমাদের পাইলটদের বললেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় আঘাত করো না। আপনি আমাদের পাইলটদের হাত বেঁধে দিলেন।"

Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী সংসদে বলুন, ট্রাম্প মিথ্যেবাদী', সরব রাহুল
সংসদে রাহুল গান্ধীImage Credit: PTI
| Updated on: Jul 29, 2025 | 6:34 PM
Share

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিতে কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে? ভারত-পাক সংঘর্ষবিরতির পর ট্রাম্পের মন্তব্যকে হাতিয়ার করে এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও কেন্দ্র বারবার জানিয়েছে, পাকিস্তানের অনুরোধ মেনেই দুই দেশের DGMO বৈঠকে বসেন। সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। তৃতীয় কোনও পক্ষের এতে কোনও হাত নেই। তারপরও থামেনি বিরোধীরা। এবার সংসদে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বললেন, “ট্রাম্পকে মিথ্যেবাদী বলুন মোদী।”

অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় এদিন সংসদে রাহুল গান্ধী বলেন, “অপারেশন সিঁদুরের সময় সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল বিরোধীরা।” এরপরই কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, “আপনি পাকিস্তানে পাঠালেন। আর আমাদের পাইলটদের বললেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় আঘাত করো না। আপনি আমাদের পাইলটদের হাত বেঁধে দিলেন।” সেনাবাহিনীকে অপারেশনের পূর্ণ স্বাধীনতা দেওয়ার দাবি জানান তিনি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে সরব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই নিয়ে রাহুল বলেন, “অনেক দেশ পহেলগাঁও হামলার নিন্দা করেছে। কিন্তু, পাকিস্তানের নাম নেয়নি কোনও দেশ।

এরপরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে সরব হন রাহুল। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কেন নীরব? যদি ট্রাম্প মিথ্যে কথা বলেন, তাহলে প্রধানমন্ত্রী সেটা সংসদে বলুন। সংসদে তিনি বলুন যে ট্রাম্প মিথ্যেবাদী।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গি ঘাঁটি। ভারত অবশ্য স্পষ্ট করে দেয়, অপারেশন সিঁদুরে পাকিস্তান সেনার কোনও পরিকাঠামো কিংবা সাধারণ নাগরিকদের নিশানা করা হয়নি। তারপরও পাকিস্তান বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে। যোগ্য জবাব দেয় ভারত। সংঘর্ষের আবহ বাড়ার পর পাকিস্তান বৈঠকে বসার অনুরোধ জানায়। সেইমতো গত ১০ মে দুই দেশের DGMO-র বৈঠকে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। এরপরই ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে তাঁর ভূমিকা রয়েছে। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করেই কেন্দ্রকে তোপ দাগতে শুরু করে বিরোধীরা। যদিও মোদী সরকার একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, ভারত-পাক সংঘর্ষবিরতিতে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই কথা বলেছেন। এদিন সংসদে রাহুলের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন, সেটাই দেখার।