Rahul Gandhi: হাঁফ ছেড়ে বাঁচলেন রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রীর মানহানি মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 20, 2025 | 12:09 PM

Rahul Gandhi Defamation Case: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে খুনি বলার অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মানহানির মামলা দায়ের হয়েছিল, সেই মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

Rahul Gandhi: হাঁফ ছেড়ে বাঁচলেন রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রীর মানহানি মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিম স্বস্তি রাহুলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে খুনি বলার অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মানহানির মামলা দায়ের হয়েছিল, সেই মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারীকে নোটিস ইস্যু করেছে শীর্ষ আদালত।

২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনি বলে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। এই মন্তব্য়ের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ঝাড়খণ্ডের এক বিজেপি নেতা। মানহানির মামলা খারিজ করার আবেদন জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধীর আবেদন খারিজ করে মানহানির মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট।

এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ সেই মামলাতেই স্বস্তি পেলেন রাহুল। আপাতত শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ দিন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের তরফে এই মামলার শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হয়। পাশাপাশি ঝাড়খণ্ড সরকার ও বিজেপি নেতা নবীন ঝা, যিনি অভিযোগ দায়ের করেছিলেন, তাদের নোটিস পাঠানো হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে হবে। ছয় সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

রাহুল গান্ধীর হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি মানহানির মামলাকে চ্যালেঞ্জ করে বলেন, যার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তিনি মানহানির মামলা করতে পারেন। কোনও তৃতীয় পক্ষ মানহানির মামলা করতে পারেন না।

Next Article