Shashi Tharoor on Vinesh Phogat: ‘এতদিনের পরিশ্রম-প্রচেষ্টার যোগ্য ফল পেল না…’, বিনেশের কোচদের নিয়েই প্রশ্ন তুললেন শশী থারুর

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 07, 2024 | 2:09 PM

Paris Olympic 2024: এ দিন অলিম্পিক থেকে বিনেশ ফোগাটের ছিটকে যাওয়ার কথা শুনেই সংসদের বাইরে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, "এই পয়েন্ট পর্যন্ত বিনেশের জয় অসাধারণ ছিল। ও সাহস, দক্ষতা এবং অপরিসীম একাগ্রতা দেখিয়েছে...

Shashi Tharoor on Vinesh Phogat: এতদিনের পরিশ্রম-প্রচেষ্টার যোগ্য ফল পেল না..., বিনেশের কোচদের নিয়েই প্রশ্ন তুললেন শশী থারুর
বিনেশ ফোগাটের জন্য দুঃখ প্রকাশ শশী থারুরের।
Image Credit source: AFP ও ANI

Follow Us

নয়া দিল্লি: স্বপ্ন ছিল সোনার। এমন হবে কেউ ভাবেনি। গোটা দেশ যেখানে এই সুখবরের অপেক্ষায় ছিল যে প্য়ারিস অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা আনবেন বিনেশ ফোগাট, সেখানেই মিলল দুঃসংবাদ।  মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিকের ফাইনাল রাউন্ড থেকে ছিটকে গেলেন মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat)। অলিম্পিকে তাঁর যোগ্যতা হারানোর খবরে মন ভেঙেছে সমগ্র দেশবাসীর। সাংসদেও মুখেও শোনা গেল সেই দুঃখের রেশ। আজ সংসদে দুপুর তিনটের সময় বিনেশের অলিম্পিক থেকে অযোগ্য় ঘোষিত হওয়ার প্রসঙ্গে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

এ দিন অলিম্পিক থেকে বিনেশ ফোগাটের ছিটকে যাওয়ার কথা শুনেই সংসদের বাইরে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, “এই পয়েন্ট পর্যন্ত বিনেশের জয় অসাধারণ ছিল। ও সাহস, দক্ষতা এবং অপরিসীম একাগ্রতা দেখিয়েছে...আমার কাছে ও সকলের মন জয় করে নিয়েছে। ওঁর অলিম্পিক থেকে অযোগ্য ঘোষিত হয়ে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক।”

অলিম্পিকের নিয়ম ও কোচদের দিকে প্রশ্ন তুলে কংগ্রেস সাংসদ বলেন, “আমি জানি না কীভাবে এটা হল, আমাদের কোচেরা কি অপেক্ষা করছিলেন এই নিয়ম-কানুনগুলি জানার জন্য। আমার কাছে সবথেকে দুঃখের বিষয় হল ওঁর সমস্ত প্রচেষ্টার যোগ্য ফল পেল না…

বিজেপি সাংসদ করণ ভূষণ সিং-ও বলেন, “এটা দেশের জন্য ক্ষতি। ফেডারেশন বিষয়টি খতিয়ে দেখছে। দেখা যাক কী করা যায়…”

 

Next Article