Maoist Killed In Encounter: জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু এক কনস্টেবল ও মাওবাদীর
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), বস্তার ফাইটার্স, বিএসএফ একত্রে এই অভিযানে নেমেছিল। জঙ্গল এলাকা ঘিরে ফেলতেই সেখানে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা দেয় বাহিনীও এতেই মৃত্যু হয়েছে এক মাওবাদী এবং এক কনস্টেবলের। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বস্তার: ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই সংঘর্ষে যেমন মাওবাদীদের মৃত্যু হয়েছে। তেমনেই জওয়ানরাও আহত হয়েছেন। রবিবার কাঙ্কের জেলায় মাওবাদী দমন অভিযানে নেমেছিল পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। সেখানেই চলেছে গুলির লড়াই। এতেই এক মাওবাদী এবং এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
ঘটনা নিয়ে বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি বলেছেন, “ছোট্টেবেঠিয়া থানার অন্তর্গত হিদুর গ্রাম লাগোয়া জঙ্গলে অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। সেই মাওবাদী দমন অভিযানে এক মাওবাদীর মৃত্যু হয়েছে। এবং এক পুলিশ কনস্টেবলেরও মৃত্যু হয়েছে।” তিনি জানিয়েছেন হিদুর জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই যৌথ বাহিনী অভিযানে নেমেছিল যৌথ বাহিনী।
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), বস্তার ফাইটার্স, বিএসএফ একত্রে এই অভিযানে নেমেছিল। জঙ্গল এলাকা ঘিরে ফেলতেই সেখানে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা দেয় বাহিনীও এতেই মৃত্যু হয়েছে এক মাওবাদী এবং এক কনস্টেবলের। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দিন কয়েক আগেও ছত্তীসগঢ়ের এই জেলায় মাওবাদী দমন অভিযানে নেমেছিল পুলিশ। তাতেও দুই মাওবাদীর মৃত্যু হয়েছিল।