Covid Wave: চতুর্থ ঢেউ কি তবে এসে গেল? কী বলছে ICMR?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 11, 2022 | 9:24 AM

Covid Wave: বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। চলতি সপ্তাহেই তা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। দৈনিক সংক্রমণ প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে।

Covid Wave: চতুর্থ ঢেউ কি তবে এসে গেল? কী বলছে ICMR?
পিছু ছাড়ছে না করোনা

Follow Us

নয়া দিল্লি : করোনা পরিস্থিতি আবারও নতুন করে উদ্বেগের পরিস্থিতি তৈরি করেছে দেশে। বিগত কয়েক সপ্তা ধরে ক্রমে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন সংক্রমণের সংখ্যা উর্ধ্বমুখী। অনেকেই এই পরিস্থিতিতে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছেন। এবার কি তবে চতুর্থ ঢেউ? এই প্রশ্ন করছেন অনেকেই। এই বিষয়েই এবার মুখ খুললেন আইসিএমআর-এর চিকিৎসক। আইসিএমআর-এর এডিজি সমীরণ পাণ্ডার দাবি, এখনই চতুর্থ ঢেউ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জেলাস্তরের তথ্য নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

চতুর্থ ঢেউ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, এখনই এই অনুমান করা ঠিক নয়। জেলাস্তরের তথ্য খতিয়ে দেখে তবেই এ বিষয়ে ভাবা প্রয়োজন। তাঁর মতে, বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেখে সার্বিক পরিস্থিতি নিয়ে কোনও মতামত প্রকাশ করা উচিত নয়। তিনি আরও উল্লেখ করেছেন, করোনা সব ভ্যারিয়েন্ট উদ্বেগজনক ভ্যারিয়েন্ট নয়।


সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রক। চিঠিতে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, দ্রুত পরীক্ষা করে করোনা আক্রান্তদের চিহ্নিত করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। যে সব এলাকায় করোনা সংক্রমণ ধরা পড়ছে, সেখানে পরীক্ষার হার বাড়াতে হবে বলে বার্তা দেওয়া হয়েছে।

Next Article