দেশে ফের বৃদ্ধি পেল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন, যা গতকালের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। দেশে সংক্রমণে একদিনেই মৃত্যু হয়েছে ৫১৮ জন। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন। দেশে এখনও অবধি মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬০। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
বদলাল ফ্রান্সের ভ্যাকসিন নীতি (Vaccine Policy)। একদিকে, ভ্যাকসিন পাসে যেমন জায়গা পেল ভারতের কোভিশিল্ড (Covishield), অন্যদিকে, আরও কঠোর হল ভ্রমণ নীতিও। শনিবার সে দেশের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স (Jean Castex) একটি বিবৃতি জারি করে নতুন টিকানীতির ঘোষণা করেন।
বিস্তারিত পড়ুন: মান্যতা পেল কোভিশিল্ড, বদলাল ভ্রমণনীতি, ফ্রান্সে প্রবেশ করতে পূরণ করতে হবে কী কী শর্ত?
করোনা হয়েছিল? তবে সাবধান। আপনার শরীরে বাসা বাঁধতে পারে টিবি(TB)-ও। শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ব্ল্যাক ফাঙ্গাস(Black Fungus)-র মতোই করোনা সংক্রমণ দেহে টিউবারকিউলোসিসে (Tuberculosis) আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়াতে পারে। যদিও এখনও অবধি পর্যাপ্ত প্রমাণ মেলেনি, যার উপর ভিত্তি করে বলা যায় যে, করোনার কারণেই টিবি রোগীর সংখ্যা বাড়ছে।
বিস্তারিত পড়ুন: টিবিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়াতে পারে করোনা সংক্রমণ, উদ্বেগের কথা জানাল স্বাস্থ্যমন্ত্রক
প্রশাসনের তরফে বারংবার সতর্ক করা হলেও কান দিচ্ছেন না পর্যটকরা। হিমাচল প্রদেশের সিমলায় দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। ছবি তোলার হিড়িকে মুখে নেই মাস্কও।
#WATCH | Himachal Pradesh: Tourists were seen roaming at the Ridge in Shimla yesterday. pic.twitter.com/aAxfWMAWyn
— ANI (@ANI) July 18, 2021
ফের চিন্তা বাড়াচ্ছে ঠাকরে রাজ্য। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল মহারাষ্ট্র(Maharashtra)-ই, ফের একবার সেখানে বাড়ছে করোনা (COVID-19) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৭২ জন। সংক্রমণের একদিনেই মৃত্যু হয়েছে ১২৪ জনের।
বিস্তারিত পড়ুন: তৃতীয় ঢেউ কি আছড়ে পড়ছে মহারাষ্ট্রে? উদ্বেগ বাড়াচ্ছে উর্ধ্বমুখী সংক্রমণের হার
কিছুতেই বাগে আসছে না করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ৬৬ জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২১ হাজার ২৮৯।
Odisha reported 2,215 new COVID cases, 2,400 recoveries, and 66 deaths yesterday
Active cases: 21,289
Total recoveries: 9,27,926
Death toll: 5,058— ANI (@ANI) July 18, 2021