Corona Cases Lockdown News: দৈনিক সংক্রমণে কিছুটা স্বস্তি দেশে, মণিপুরে জারি ১০ দিনের কার্ফু

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 20, 2021 | 12:16 AM

COVID-19 Daily Update: দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫। 

Corona Cases Lockdown News: দৈনিক সংক্রমণে কিছুটা স্বস্তি দেশে, মণিপুরে জারি ১০ দিনের কার্ফু
ফাইল চিত্র।

Follow Us

কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৬৪ জন। একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। অন্যদিকে, একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৬৬০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ২২৯-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩ লক্ষ ৮ হাজার ৪৫৬ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫।  করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Jul 2021 03:07 PM (IST)

    ভ্যাকসিন নিলে এড়ানো সম্ভব করোনায় মৃত্যু, কতটা সেই হার?

    করোনার (Covid-19) দাপটে নাজেহাল সারা দেশ। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে বহু মানুষ। সম্প্রতি সংক্রমণ কিছুটা কমলেও এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল। মারণ ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় ভ্যাকসিন (Vaccine)।

    বিস্তারিত পড়ুন: দেশে ভ্যাকসিন নিয়ে মৃত্যু ০.৪ শতাংশ: আইসিএমআর 

  • 19 Jul 2021 10:23 AM (IST)

    ব্রিটেনে উঠে গেল লকডাউন

    ডেল্টার দাপট কমেনি এখনও, তার আগেই তুলে দেওয়া হল লকডাউন(lockdown)। থাকল না কোনও বিধিনিষেধের বেড়াজালও। সোমবার থেকেই পুরোদমে স্বাভাবিক জীবনে ফিরছে ব্রিটেন (Britain)। এ দিকে, উর্ধ্বমুখী সংক্রমণের মাঝে সমস্ত বিধিনিষেধ তুলে দেওয়া সমালোচনায় সরব বিজ্ঞানী থেকে শুরু করে বিরোধীরা।

    বিস্তারিত পড়ুন: নিজে আইসোলেশনে, তবুও সম্পূর্ণ আনলকের ঘোষণা বরিসের, তুলে নেওয়া হল মাস্ক পরার নিয়মও!


  • 19 Jul 2021 10:21 AM (IST)

    তরল অক্সিজেন নিয়ে ইন্দোনেশিয়া পৌঁছল আইএনএস আর্যভট্ট

    দ্বিতীয় ঢেউয়ে দেশে যখন অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছিল, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বহু দেশ।  প্রতিদানে এ বার ইন্দোনেশিয়ায় অক্সিজেন কনসেনট্রেটর ও তরল অক্সিজেন পাঠাল ভারত। এ দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ৩০০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ইন্দোনেশিয়ার তানজং প্রিয়কে পৌঁছেছে আইএনএস আর্যভট্ট।

  • 19 Jul 2021 10:15 AM (IST)

    সংক্রমণ বাড়তেই ফের লকডাউন মণিপুর

    রাজ্যে ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। তাই ফের একবার লকডাউন সম কার্ফু জারি করা হল মণিপুরে। ১৮ জুলাই থেকে ২৮ জুলাই অবধি রাজ্যে সমস্ত দোকানপাট, অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চালু থাকবে কেবল অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিই।