Corona Cases Lockdown News: সংক্রমণ তলানিতে, আনলক পর্ব শুরুর ঘোষণা দিল্লিতে

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: ঋদ্ধীশ দত্ত

May 29, 2021 | 12:23 AM

করোনার পাশাপাশি দেখা দিয়েছে কৃষ্ণ ছত্রাক বা মিউকরমাইকোসিসের সংক্রমণ। গতকালই দিল্লিতে এই সংক্রমণকে মহামারী হিসাবে ঘোষণা করা হয়।

Corona Cases Lockdown News: সংক্রমণ তলানিতে, আনলক পর্ব শুরুর ঘোষণা দিল্লিতে
ছবি:PTI

Follow Us

করোনা সংক্রমণে ফের কিছুটা স্বস্তিতে ভারত। প্রায় ৪০ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই লক্ষের উপরে থাকার পর চলতি সপ্তাহেই আক্রান্তের সংখ্য়া এক লক্ষের গণ্ডিতে প্রবেশ করেছিল। ফের বিগত দুই দিন ধরে দৈনিক দুই লক্ষের বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর কিছুটা কমল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। সংক্রমণের কারণে একদিনে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৭৫ লক্ষ ৫৫ হাজার ৪৫৭-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৪১০ জন। এখনও অবধি দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ৮৯৫। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২।

দেশে করোনা সংক্রমণের ওঠানামার মাঝেই চিন্তার বিশেষ কারণ হয়ে দাঁড়াচ্ছে কৃষ্ণ ছত্রাক বা মিউকরমাইকোসিস। বৃহস্পতিবারই দিল্লিতেও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে মহামারী হিসাবে ঘোষণা করা হয়েছে। এ দিকে, মিরাটেও একদিনেই ১১ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। এই নিয়ে মিরাটে মোট ১৪৭ জন মিউকরমাইকোসিসে আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে, লাদাখে ফের বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪১ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে চারজনের। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 May 2021 04:51 PM (IST)

    ‘২১-এর ডিসেম্বরের মধ্যেই টিকা পাবেন সব ভারতীয়’, বড় ঘোষণা কেন্দ্রের

    চলতি বছরের শেষে সব ভারতীয় টিকাপ্রাপ্ত হবেন। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar)। এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরোধিতার জবাব দিতে গিয়েই এই ঘোষণা করেন তিনি। জাভড়েকর বলেন, ‘রাহুলজির যদি এতোই চিন্তা, তাহলে উনি কংগ্রেস শাসিত রাজ্যগুলোর দিকে মন দিন। ওই সব রাজ্যে টিকাকরন সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না।

    বিস্তারিত পড়ুন: ‘২১-এর ডিসেম্বরের মধ্যেই টিকা পাবেন সব ভারতীয়’, বড় ঘোষণা কেন্দ্রের

  • 28 May 2021 04:49 PM (IST)

    সোমবার থেকে ‘আনলকে’র পথে দিল্লি

    কড়া লকডাউনের সুফল পেয়েছে দিল্লি (Delhi), দৈনিক আক্রান্ত ২৫ হাজার থেকে নেমে এসেছে ১ হাজারে। গত সপ্তাহেই লকডাউনের মেয়াদ বাড়ানোর সময় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) জানিয়েছিলেন, ক্রমাগত আক্রান্তের সংখ্যা হ্রাস পেলে দিল্লিতে আনলক পর্ব শুরু হবে। সেই কথা মতোই আগামী সোমবার থেকে রাজধানীতে আনলক (Unlock) পর্ব শুরুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন: দিনমজুরদের কথা ভেবেই সোমবার থেকে ‘আনলকে’র পথে দিল্লি, প্রথম ধাপে চালু হচ্ছে কী কী পরিষেবা?


  • 28 May 2021 12:17 PM (IST)

    আগামী মাসেই জার্মানিতে শুরু শিশুদের করোনা টিকাকরণ

    করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার অপেক্ষা করতে চায় না দেশ, তাই আগামী মাস থেকেই জার্মানি(Germany)-তে শুরু হচ্ছে ১২ উর্ধ্বদের টিকাকরণ। বৃহস্পতিবার চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (Angela Merkel) জানান, আগামী ৭ জুন থেকে দেশে ১২ উর্ধ্ব শিশুরাও করোনা টিকা নিতে পারবেন।

    বিস্তারিত পড়ুন: তৃতীয় ঢেউয়ের অপেক্ষা নয়, শিশুদের টিকাকরণে বড় সিদ্ধান্ত জার্মানির

  • 28 May 2021 12:15 PM (IST)

    কেন্দ্রের টিকা নষ্টের তথ্য মানতে নারাজ মধ্য প্রদেশও!

    দেশে টিকাসঙ্কট দেখা দিতেই সম্প্রতি কেন্দ্রের তরফে তথ্য প্রকাশ করে দেখানো হয়েছে কোন রাজ্যে কত টিকা নষ্ট (Vaccine Wastage) হয়েছে। ছত্তিসগঢ় (Chhattisgarh) ও ঝাড়খণ্ড (Jharkhand) সরকার সেই তথ্যকে ভুল বলে দাবি করেছিল আগেই। এ বার সেই তালিকায় নাম লেখাল বিজেপি শাসিত মধ্য প্রদেশ(Madhya Pradesh)-ও। তাদের দাবি, ১০ শতাংশ নয়, কেন্দ্রের পাঠানো টিকার ১.৩ শতাংশ নষ্ট হয়েছে মাত্র।

    বিস্তারিত পড়ুন: কোন রাজ্যে কত টিকা নষ্ট, হিসাব দিল কেন্দ্র, ভুল তথ্যের দাবিতে সরব বিজেপি শাসিত মধ্য প্রদেশও

  • 28 May 2021 11:18 AM (IST)

    ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা পেলেন প্রথম ডোজ়ের করোনা টিকা

    শেষ হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম দফার টিকাকরণ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রত্যেক সদস্যই ইতিমধ্যে প্রথম ডোজ়ের করোনা টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ় তাঁরা ব্রিটেনে নেবেন।

  • 28 May 2021 08:10 AM (IST)

    ছত্তিসগঢ়ে আক্রান্তের তিনগুণ বেশি সুস্থতার হার

    ছত্তিসগঢ়ে দৈনিক করোনা সংক্রমণ দুই হাজারের গণ্ডিতে থাকলেও ক্রমশই বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৮২৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬৯ জনের। অন্যদিকে, একদিনেই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৭১৫ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪৯ হাজার ৪২০।

হাজার টাকা ভাতা ও বিনামূল্যে রেশন, করোনা যুদ্ধে আর্থিক সহায়তায় ৫৭৯ কোটির প্যাকেজ ঘোষণা ত্রিপুরা সরকারের
‘তৃতীয়, চতুর্থ অনেক ওয়েভ আসবে যদি না…’, মোদী সরকারকে বার্তা রাহুলের