Corona Cases and Lockdown News: রাজ্যে প্রায় হাজার ছুঁয়ে ফেলল দৈনিক আক্রান্তের সংখ্যা, কমেছে নমুনা পরীক্ষা
আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ছে সংক্রমণে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি মানুষ, সেখানেই একদিনে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। দেশের করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্র।
এ বার পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০ স্পর্শ করে ফেলল। উদ্বেগ বাড়ছে কারণে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। অন্যদিকে জাতীয় স্তরে বিগত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা পার করছিল ৬০ হাজারের গণ্ডি। দু’দিন ধরে সেই আক্রান্তের সংখ্যা ফের ৫০ হাজারের সীমারেখায় ফিরে এলেও চিন্তা কমছে না কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৮০ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৩৩৫। আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। বর্তমানে দেশে সক্রিয়রোগীর সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৫৬৬। করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় খবর দেখে নিন একনজরে..
LIVE NEWS & UPDATES
-
রাজ্যে প্রায় হাজার ছুঁয়ে ফেলল দৈনিক আক্রান্তের সংখ্যা, কমেছে নমুনা পরীক্ষা
নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে করোনার (Coronavirus) সংক্রমণও। তবে উদ্বেগ বাড়ছে অন্য একটি কারণে। দৈনিক নমুনা পরীক্ষার পরিমাণ কমলেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতর মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, নতুন করে গোটা রাজ্যে ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন দফতরের এক আধিকারিকও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন: বঙ্গে নমুনা পরীক্ষা কমছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, কমিশনের দফতরেও হানা করোনার
-
তামিলনাড়ুতে বাড়ল আংশিক লকডাউনের মেয়াদ
নির্বাচনের আগেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আংশিক লকডাউনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল অবধি বাড়ালো তামিলনাড়ু সরকার। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি কর্মক্ষেত্রের সময়ে কাঁটছাঁট, সংক্রমণ রুখতে কন্টেনমেন্ট জ়োন ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
-
-
দিল্লিতেও শুরু হল যত্রতত্র করোনা পরীক্ষা
মহারাষ্ট্রের পর এ বার দিল্লিতেও বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ডে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। এ দিন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে একটি টুইট করে জানানো হয়, ভিন রাজ্য থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। যাঁদের রিপোর্ট পজ়িটিভ আসবে, তাঁদের বাধ্যতামূলকভাবে কোয়ারান্টিনে থাকতে হবে।
-
বহু রাজ্যে নির্দিষ্ট সংখ্যক করোনা পরীক্ষা হচ্ছে না: রাজেশ ভূষণ
দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও বেশ কয়েকটি রাজ্য নির্দিষ্ট করোনা পরীক্ষা করছে না বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। করোনা (COVID) পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। গতকালই ক্রমউর্ধ্বমুখী করোনা গ্রাফের পরিস্থিতি বিবেচনা করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় টিকাকরণ বিশেষজ্ঞ দলের প্রধান ভিকে পাল জানিয়েছিলেন, ভাইরাস এখনও অত্যন্ত সক্রিয় রয়েছে।
বিস্তারিত পড়ুন: ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ৫৩,৪৮০ জন
-
ঝাড়খণ্ডে একদিনেই আক্রান্ত ৪১৮ জন
দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি ঝাড়খণ্ডেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার রাজ্যে ৪১৮ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে তিনজনের। আক্রান্তদের মধ্যে ২৬২ জনই রাঁচীর বাসিন্দা।
-
-
যোধপুর আইআইটিতেও করোনার থাবা
একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে করোনা আক্রান্তের খবর। আহমেদাবাদের পর এ বার যোধপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির ২৫ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
Published On - Mar 31,2021 10:31 PM