Corona Cases: পরিচয়পত্র ছাড়াই করোনা টিকা পেয়েছেন ৭৭ লক্ষ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Feb 03, 2022 | 11:12 PM

WB Covid Cases Live Updates: একাধিক দেশে বিধিনিষেধ শিথিল করা নিয়ে খুশি নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের দাবি, এখনও করোনাকে হার মানানো যায়নি।

Corona Cases: পরিচয়পত্র ছাড়াই করোনা টিকা পেয়েছেন ৭৭ লক্ষ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

Follow Us

দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার জন। তবে দেশে কিছুটা কমেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটও। কিন্তু উদ্বেগ বাড়ছে ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Feb 2022 10:51 PM (IST)

    নৈশ কার্ফু বৃদ্ধি করল গুজরাট

    করোনা সংক্রমণ রোধে নৈশ কার্ফুর সময়সীমা বৃদ্ধি করল গুজরাট সরকার। বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে খোলা জায়গায় আরও বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যার ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গুজরাটের ৮ টি পুরসভা ও ১৯ টি পৌরসভা এলাকায় ১১ ফেব্রুয়ারি রাত ১০ টা থেকে ভোর ৬ টা অবধি নাইট কার্ফু থাকবে।

  • 03 Feb 2022 09:57 PM (IST)

    পরিচয়পত্র ছাড়াই দেওয়া হয়েছে টিকা

    করোনা টিকা নেওয়ার জন্য পরিচয়পত্র থাকতে হয় বলে স্বাভাবিকভাবে মনে করা হয়। টিকা নেওয়ার পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহারও করেছেন অনেকে। তবে পরিচয়পত্র ছাড়াও যে করোনা টিকা মিলেছে এই প্রথম সুপ্রিম কোর্টে সেই কথা জানাল কেন্দ্র। কেন্দ্র দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছে, দেশে পরিচয়পত্র ছাড়াও ৭৭ লক্ষ জনকে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে।  পাশাপাশি প্রায় ১৫ লক্ষ নাগরিক পরিচয়পত্র ছাড়াই টিকার দুটি ডোজ় পেয়েছেন।


  • 03 Feb 2022 08:29 PM (IST)

    ওড়িশাতে খুলছে স্কুল

    করোনা আবহে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের পড়াশুনার অনেক ক্ষতি হয়েছে। এবার স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ওড়িশার বিজেডি সরকার। ওড়িশার মুখ্যসচিব সুরেশ চন্দ্র মহাপাত্র জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হয়ে যাবে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবেন।

  • 03 Feb 2022 07:09 PM (IST)

    গড়ে ৪৪ বছর বয়সীরা সবথেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছে

    দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। এবারে সংক্রমণ বাড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই গুরুতর আকার ধারণ করেনি করোনা ভাইরাস। করোনার তৃতীয় ঢেউতে গড়ে ৪৪ বছর বয়সীরা বেশি পরিমাণে করোনা আক্রান্ত হয়েছে বলেই জানালো স্বাস্থ্য মন্ত্রক। করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্তদের গড় বয়স ছিল ৫৫ বছর বলেই জানিয়েছে কেন্দ্র।

  • 03 Feb 2022 04:28 PM (IST)

    ৯ মাস আগে কোভিড টিকা নিলে ফ্রান্সে ঢুকতে পারবেন না পর্যটকরা

    ফ্রান্সে আবার পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করা হল। যাঁদের ৯ মাস বা তার আগে কোভিডের দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে তাঁরা ফ্রান্সে যেতে পারবেন না। ডেইলি মেইলের মারফত এমনটাই জানা গিয়েছে। সদ্য টিকা নেওয়া না থাকলে ফ্রান্স সেই পর্যটকদের ‘আনভ্যাক্সিনেটেড’ বলে চিহ্নিত করবে।

  • 03 Feb 2022 01:58 PM (IST)

    এখনও করোনা পরীক্ষা, জিনোম সিকোয়েন্সিং দরকার

    ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর হতে পারে, সে বিষয়ে টেড্রোস আধানম গেব্রেয়াসিস বলেন, “এই ভাইরাস নিয়মিত পরিবর্তিত হতেই থাকবে। সেই কারণেই আমরা দেশগুলিকে করোনা পরীক্ষা, কড়া নজরদারি ও জিনোম সিকোয়েন্সিং জারি রাখতে বলছি। যদি ভাইরাসের গতিবিধি সম্পর্কেই আমরা জানতে না পারি, তবে এর সঙ্গে লড়াই করা অসম্ভব।”

    মঙ্গলবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, ইতিমধ্যেই বিশ্বের ৫৭টি দেশে পৌঁছে গিয়েছে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট। বিশ্বের একাধিক দেশে এটি ধীরে ধীরে ডমিন্যান্ট ভ্যারিয়েন্ট হিসাবেও রূপান্তরিত হচ্ছে বলে জানানো হয়েছে।

  • 03 Feb 2022 01:57 PM (IST)

    করোনা নিয়ে ভুল চিন্তাধারা ভাঙতে হবে, মত WHO প্রধানের

    হু প্রধান বলেন, “বেশ কিছু দেশে এই চিন্তাধারা তৈরি হয়েছে যে করোনা টিকাকরণ এবং ওমিক্রনের গুরুতর অসুস্থ করার কম ক্ষমতার কারণে করোনা প্রতিরোধে আর বিধিনিষেধের প্রয়োজন নেই। এই চিন্তাধারা নিয়ে আমরা অত্য়ন্ত উদ্বিগ্ন। এর কোনও সত্যতা নেই। যত বেশি সংক্রমণ বাড়বে, ততই মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকবে।”

  • 03 Feb 2022 01:25 PM (IST)

    করোনাবিধি মেনেই স্কুলে পড়ুয়ারা

    স্কুল খুলতেই উচ্ছাস ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে। যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পড়ুয়ারা এল স্কুলে।

  • 03 Feb 2022 12:23 PM (IST)

    অবশেষে রাজ্যে খুলল স্কুল

    আজ থেকে ফের খুলল স্কুল (নিজস্ব চিত্র)

    বাজল স্কুলের ঘণ্টা। বৃহস্পতিবার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলল স্কুল। রাজ্যের নির্দেশে আগেই শেষ হয়েছে স্যানিটাইজেশন প্রক্রিয়া। জেলার স্কুলগুলোতেও ঝাড়াই-সাফাইয়ের কাজ শেষ হয়েছে। দফায় দফায় বন্ধের পর ফের খুলল স্কুল। তবে কীভাবে চলবে ক্লাস? কতটা মানা যাবে কোভিড বিধি, চিন্তায় শিক্ষক শিক্ষিকারা।

    বিস্তারিত পড়ুন: School Reopening: রাজ্যে ফের খুলল স্কুল, অক্ষরে অক্ষরে মানা হচ্ছে কোভিড বিধি 

  • 03 Feb 2022 12:21 PM (IST)

    রাশিয়ায় করোনা বাড়লেও চিন্তিত নন পুতিন

    ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে রাশিয়ায়। বিগত দুই সপ্তাহ ধরেই সেখানে উর্ধ্বমুখী সংক্রমণ। বুধবারই সে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৮৮৩ জন। এই পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে কিনা, জানতে চাওয়া হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন বলেন, “যতই কঠোর করোনা পরিস্থিতি হোক না কেন, জীবন তো চলতেই থাকবে।”

     

  • 03 Feb 2022 11:27 AM (IST)

    দিল্লিতে ৫ শতাংশের নীচে নামল সংক্রমণের হার

    দিল্লিতে আরও কমেছে সংক্রমণ। একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। সংক্রমণের হার ৫ শতাংশের নীচে নেমে এসেছে।

  • 03 Feb 2022 11:27 AM (IST)

    মহারাষ্ট্রে ২০ হাজারের নীচে নামল সংক্রমণ

    মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৭ জন। তবে বাণিজ্যনগরী মুম্বইতে ফের কিছুটা সংক্রমণ বেড়েছে। দুদিনের ব্যবধানের পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছে, একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১১২৮ জন।

  • 03 Feb 2022 11:25 AM (IST)

    চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ ভারতের সংক্রমণ

    দেশের মূলত ৫টি রাজ্য থেকেই অধিকাংশ আক্রান্তের খোঁজ মিলছে. দেশের মোট সংক্রমণের ৩০ শতাংশেরই খোঁজ মিলছে কেরল থেকেই। গত ২৪ ঘণ্টাতেই কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১৯৯ জন। এরপরেই রয়েছে কর্নাটক, সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫০৫ জন। তামিলনাড়ুতেও একদিনে ১৪ হাজার ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

  • 03 Feb 2022 11:25 AM (IST)

    ৯৫ শতাংশে পৌঁছল সুস্থতার হার

    অন্যদিকে, দেশে সুস্থতার হারও উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার ৪১৪-এ। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৫.১৪ শতাংশ।

  • 03 Feb 2022 11:24 AM (IST)

    কমছে সক্রিয় রোগীর সংখ্যা

    ওমিক্রনের দাপটে গত বছরের শেষভাগ থেকে সংক্রমণের যে উর্ধ্বমুখী হার দেখা গিয়েছিল, তা ধীরে ধীরে কমছে। ফলে সক্রিয় রোগীর সংখ্যাও হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১। মোট আক্রান্তের সংখ্যার ৩.৬৭ শতাংশ সক্রিয় রোগী। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.৯৯ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১২.৯৮ শতাংশ।

  • 03 Feb 2022 10:39 AM (IST)

    বিধিনিষেধ শিথিল নিয়ে সতর্কবার্তা WHO-র

    শুধু দেশ নয়, বিশ্বজুড়েই কমছে করোনা সংক্রমণ। আর সংক্রমণ কমতেই শিথিল হতে শুরু করেছে বিধিনিষেধ।  ব্রিটেনে যেমন মাস্ক পরার নিয়মও প্রত্যাহার করে নেওয়া হয়েছে, অন্যান্য দেশেও একান্তবাস থেকে করোনা পরীক্ষা, সমস্ত নিয়মই শিথিল করা হচ্ছে। তবে দেশগুলির এই সিদ্ধান্তকে ভাল চোখে দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে, করোনার বিরুদ্ধে জয় ঘোষণা করা বা সংক্রমণ রুখতে যে বিধিনিষেধগুলি রয়েছে, তা প্রত্যাহার করে নেওয়ার মতো সময় এখনও আসেনি।

  • 03 Feb 2022 10:26 AM (IST)

    দেশে একদিনেই মৃত ১০০৮!

    সামান্য হলেও ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। একদিনেই মৃত্যু হয়েছে ১০০৮ জনের।