নয়া দিল্লি : ফের চোখ রাঙাচ্ছে করোনা। করোনার তিনটি ঢেউয়ে রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছিল সমগ্র দেশের জনজীবন। মাস্ক, দূরত্ববিধি, লকডাইনের সঙ্গ যাপনে অভ্যস্ত হয়ে গিয়েছিল মানুষ। ওমিক্রম ত্রাস কাটিয়ে ফের ছন্দে ফিরেছে দেশ। কিন্তু এর মধ্যেই ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে চিন্তার ভাঁজ আম জনতার কপালে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৫১৮ জন। ৩৪ দিন পর দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ১ শতাংশের উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ছিল ১.৬২ শতাংশ। আর করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্য়া ২৫,৭৮২।
এদিকে দেশের বিভিন্ন শহরেই করোনা সংক্রমণ বাড়ছে। বেঙ্গালুরুতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভিড় এলাকায় মাস্ক পরা ফের বাধ্যতামূলক করেছে। এর পাশাপাশি দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১৬,০০০ থেকে বাড়িয়ে ২০,০০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ছবি মহারাষ্ট্রে। করোনার প্রতিটি ঢেউয়েই দেখা গিয়েছে কীভাবে মহারাষ্ট্রের কোণায় কোণায় করোনা ছড়িয়ে পড়েছিল। এ রাজ্যের পুণে, থানে ও মুম্বইতে ফের দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। তাই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন সরকার সব জায়গায় বাধ্যতামূলক না করলেও জনসাধারণকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। গত কয়েক সপ্তাহে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, তেলঙ্গানা ও কর্নাটকে করোনা সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে।
এদিকে করোনার বিরুদ্ধে লড়ার একমাত্র হাতিয়ার হল টিকাকরণ। এই মধ্যেই দেশে ১৯৪,১২ কোটি ডোজ টিকাকরণ হয়ে গিয়েছে। বর্তমানে ১৮ বছরের উপরে সব প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ় চলছে। এদিকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন প্রাপকরা বুস্টার ডোজ় হিসেবে এখন থেকে কর্বেভ্যাক্সও নিতে পারবেন। কেন্দ্রের তরফে কর্বেভ্যাক্সকে সম্প্রতি হেটেরোলোগাস বুস্টার ডোজ়ের মান্যতা দেওয়া হয়েছে।