Adar Poonawalla: ‘বুস্টার ডোজ প্রস্তুত’, করোনার নয়া ভ্যারিয়ান্ট নিয়েও আশ্বস্ত করলেন সিরাম কর্ণধার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 22, 2023 | 7:10 PM

কেবল ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও কোভিড ভ্যাকসিন কোভোভ্যাক্স সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সিরাম কর্ণধার।

Adar Poonawalla: বুস্টার ডোজ প্রস্তুত, করোনার নয়া ভ্যারিয়ান্ট নিয়েও আশ্বস্ত করলেন সিরাম কর্ণধার
কোভিড নিয়ে বার্তা সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালার।

Follow Us

পুনে: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট আর্কটুরাস ওরফে XBB.1.16 ভারত সহ গোটা বিশ্বে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। করোনাভাইরাসের এই নয়া উপ-প্রজাতির দাপটে প্রায় ছয় মাস পর ফের দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তবে এটা নিয়ে উদ্বিগ্ন না হওয়ারই বার্তা দিলেন করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নির্মাতা সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। একইসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানান, বুস্টার ডোজ কোভোভ্যাক্স ভ্যাকসিনের ৫-৬ মিলিয়ন ডোজ প্রস্তুত রয়েছে।

করোনার নয়া ভ্যারিয়ান্ট সম্পর্কে কী বললেন সিরাম কর্ণধার?
চলতি বছরের মার্চ থেকে করোনার নয়া ভ্যারিয়ান্ট XBB.1.16-এর দাপটে ফের দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে। এপ্রসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা বলেন, “কোভিড-১৯-এর নয়া প্রজাতি মারাত্মক নয়। এটা খুবই মৃদু।”

করোনার নয়া ভ্যারিয়ান্ট মৃদু হলেও সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করেন আদর পুনাওয়ালা। তাই তাঁর সংস্থার তৈরি বুস্টার ডোজ কোভোভ্যাক্স প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। পুনাওয়ালার কথায়, “কেবল সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, বয়স্করা বুস্টার ডোজ নিতে পারেন। তবে সেটা নেওয়া বা না নেওয়া তাঁদের পছন্দ। কোভোভ্যাক্স-এর ৫-৬ মিলিয়ন ডোজ প্রস্তুত রয়েছে। আগামী এক-দু মাসের মধ্যে আমরা একই পরিমাণে কোভিশিল্ড ডোজ উৎপাদন করতে পারব।”

কেবল ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও কোভিড ভ্যাকসিন কোভোভ্যাক্স সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সিরাম কর্ণধার। তবে বর্তমানে এটির চাহিদা খুবই কম বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবারই মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে ওমিক্রনের উপ-প্রজাতি XBB.1.16 রাজ্যে বিশেষ প্রভাব ফেলেছে। কেন্দ্রের তরফেও মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ ৮টি রাজ্যে করোনা মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,১৯৩ জন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,৫৫৬।

Next Article