বছর শেষে করোনার নয়া আতঙ্ক বিশ্বজুড়ে। দেশ তথা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ। দেশে এখনও অবধি ১৫২ জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে বিশ্বেও শতাধিক দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও সতর্ক করে জানানো হয়েছে যে, ডেল্টার থেকেও দ্রুত সংক্রমণ ছড়ায় ওমিক্রন। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
দেশজুড়ে যখন করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ ছড়িয়েছে, সেই সময়ই প্রমোদতরীতে ভ্রমণ করতে বেরিয়েছিলেন শতাধিক মানুষ। মায়ামি পৌঁছনোর আগেই ৪৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১ জন ওমিক্রনে আক্রান্ত বলেও জানা গিয়েছে।
আমেরিকা, কানাডা সহ বিশ্বের শতাধিক দেশে থাবা বসিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এর মধ্যে যে দেশগুলিতে সংক্রমণের হার বেশি, এমন ১০টি দেশের সঙ্গে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিল ইজরায়েল সরকার। এ দিন প্রধানমন্ত্রী এক জরুরি বৈঠক করেন, তারপরই ১০ টি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।
কেরলে ওমিক্রনে আক্রান্ত হলেন আরও চারজন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১৫-এ। জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর ব্রিটেন ফেরত ১৭ বছর বয়সী যে কিশোর ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তাঁর মা ও ঠাকুমাও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
মহারাষ্ট্রে এখনও অবধি ৫৪ জন ওমিক্রনে আক্রান্ত। তার মধ্যে বাণিজ্য নগরী মুম্বাইয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ২২। এদিকে, পুরোনো পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে তৎপর হয়েছে সেখানকার প্রশাসন। ওমিক্রন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেই কারণে রাজ্যের নাগরিকদের কাছে সরকারি তরফে কোনও রকম জমায়েত না করার আবেদন জানানো হয়েছে।
দিল্লিতে নতুন করে ওমিক্রন আক্রান্ত আরও ২। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। দিল্লির স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই ২৪ জন রোগীর মধ্যে ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।
আরও দুই ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলায় দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪-এ। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, আক্রান্ত ২৪ জনের মধ্যে ১২ জনই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা এলএনজিপি হাসপাতালে ভর্তি রয়েছেন।
দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বাজার-হাট, বাস স্ট্যান্ড সহ যাবতীয় জনবহুল বা ভিড় এলাকায় করোনা পরীক্ষার জন্য ক্য়াম্প খুলল গুরুগ্রাম স্বাস্থ্য দফতর। আগামী ১২ দিনের মধ্যে ৫৫ হাজার নমুনা পরীক্ষা করার লক্ষ্য রয়েছে প্রশাসনের।
পুণের জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবার পুণেতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১০ জন, মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি দুইজন ওমিক্রন আক্রান্তেরও খোঁজ মিলেছে। এই নিয়ে পুণেতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১-এ।